প্রেম করছেন তাঁরা– এ গুঞ্জন সর্বত্র। এই গুঞ্জনে যেন পড়ল শিলমোহর। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে লুকিয়ে ঘুরে এলেন এই নায়ক। বিমানবন্দরে ক্যামেরাবন্দি হল তাঁদের ছবি। কে সেই নায়ক জানেন? আর কেউ নন, জেন জি-এর হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধান্ত চতুর্বেদী। সাদা টপ আর কালো প্যান্ট পরে বিমানবন্দরে দেখা গেল দু’জনকে। তাঁদের সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কোথা থেকে গুঞ্জনের সূত্রপাত?
এই বছরের শুরুর দিকে সিদ্ধান্তের বাবা- মায়ের সঙ্গে দেখা যায় নব্যাকে। শুধু তাই নয়, অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনে একসঙ্গে হাজির হয়েছিলেন দু’জনে। করণ জোহরের ৫০ তম জন্মদিনেও তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দী করে পাপারাৎজি। এ নিয়ে প্রশ্নও করা হয় সিদ্ধান্তকে। সে সময় যদিও তিনি এ কথা মা নতে চাননি। কিন্তু মানতে না চাইলেই কি আর সত্যি চাপা থাকে? ঠিক যেমন এবারেও থাকল না। ক্যামরাবন্দী হলেন দু’জনে।
নব্যার গায়ে বচ্চন পরিবারের গন্ধ লেগে। মা শ্বেতা বচ্চন অমিতাভের মেয়ে। মায়ের মতো শ্বেতাও কিন্তু গ্ল্যামার দুনিয়ার দিকে পা বাড়াননি। তবে একটি পডকাস্ট শুরু করেছেন তিনি। নাম ‘হোয়াট দ্য হেল নব্যা’। ওই পডকাস্টেই মা ও দিদিমা জয়া বচ্চনের জীবনের অজানা কথা জানান তিনি। অন্যদিকে সিদ্ধান্ত কিন্তু একেবারেই বহিরাগত। বলিউডের সঙ্গে তাঁর পূর্ব যোগাযোগ ছিল না। নিজের চেষ্টায় বলিউডে পরিচিতি তৈরি করেছেন। এখনও তা করেই চলেছেন। রণবীর সিংয়ের সঙ্গে ‘গাল্লি বয়’-এ তাঁর অভিনয় নজর কেড়েছিল। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর উষ্ণ রোম্যান্স বহুদিন পর্যন্ত ছিল ‘টক অব দ্য টাউন’। তবে আপাতত তিনি মজে অমিতাভের নাতনিতেই। সম্পর্কে কবে অফিসিয়াল শিলমোহর দেন এখন সেটাই দেখার।