অপেক্ষার অবসান! আজ ১৭ই জুন,ফ্যানেদের মুখে হাসি ফোটাতে আসছে ‘বিগ বস ওটিটি ২’। গত বছর থেকে শুরু হয়েছে বিগ বস ওটিটি। প্রথম বছর সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। তবে এবারে সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলিউডের ভাইজান সলমন খান। গত শুক্রবার বিগ বস ওটিটি ২-এর ইভেন্টে সলমন সাফ জানিয়ে দেন, শো-এ ভারতীয় সংস্কৃতীকে আঘাত করে, এমন কোনও কিছু তিনি বরদাস্ত করবেন না। এবিষয়ে আর কী বলছেন সলমন?
গত বছর প্রথম টেলিভিশন ছেড়ে ওটিটিতে যাত্রা শুরু করেছিল বিগ বস। এবার শুরু হবে দ্বিতীয় সিজ়ন। বিগ বস মানেই ঝগড়া, বিগ বস মানেই বিতর্ত। তবে শালীনতা বজায় রেখেই হবে সবটা, আশ্বস্ত করলেন ভাইজান। বিগ বস ওটিটি ২-এর প্রচারে এসে সলমন বলেন, “আমি বিগ বস নিয়ে সবসময়ই উৎসাহিত থাকি। এই প্রথম বিগ বস ওটিটি তে আসছে। আশা করি এমন কিছু দেখানো হবে না যা সেন্সর্ড নয়। অবশ্যই ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে সবটা পরিচালিত হবে। তাই আমি এর দায়িত্বে রয়েছি। আসলে করণ ও ফারাহকে পাওয়া যাচ্ছে না তাই আমাকেই সব দায়িত্ব নিতে হচ্ছে। ” এবারের বিগবসে অংশ নিচ্ছেন মিয়া খলিফা। এই প্রথম কোনও সাহসী ছবির নায়িকাকে দেখা যাবে বিগ বসের ঘরে। এই নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।
টেলিভিশন ছেড়ে এই প্রথম ওটিটির পর্দায় বিগ বস। তবে টিভি ও ওটিটির মধ্যে তেমন কোনও ফারাক নেই বলেই মনে করেন সাল্লু মিঞা। তাঁর কথায়, “আমি টেলিভিশন বা ওটিটির মধ্যে তেমন কোনও পার্থক্য দেখি না। যদি ওটিটি কনটেন্টের কথাই বলেন, তবে আমার যেটা ইচ্ছে করে না আমি করি না। তার সঙ্গে ওটিটির কোনও সম্পর্ক নেই। আর ওটিটি-তে এখন নয়া নির্দেশিকা এসেছে। তাই আমার মনে হয় না পরিস্থিতি হাতের বাইরে যাবে কখনও।” কড়া হাতে সবটা সামলাবেন তিনি, এই হুঁশিয়ারিও শোনা যায় তাঁর গলায়। স্পষ্ট জানান, ওটিটিতে এমন কিচ্ছু আমি হতে দেবো না যেটা ভারতীয় সংস্কৃতে আঘাত করে। আজ ১৭ ই জুন থেকে শুরু হতে চলেছে বিগ বস ওটিটি।