ওটিটিতে কাজ মানেই ছাড়পত্র। যেখানে চিত্রনাট্যকে নিয়ে যেমন খুশি খেলা যায়। না, কেবল গল্পের ক্ষেত্রেই নয়, সংলাপ, দৃশ্য, যৌনতা কোনও ক্ষেত্রেই বিশেষ কাঁচির প্রয়োজন পড়ে না এই ক্ষেত্রে। যার ফলে ওটিটিতে কাজের সুবিধে অনেক। অন্যদিকে দর্শকদের পাতে যে স্বাদের চিত্রনাট্য তুলে দিতে রীতিমত বেগ পেতে হত পরিচালক থেকে প্রযোজকদের, তাঁদের এবার স্বাধীনতা তুঙ্গে। ওটিটি মানেই হাতের মুঠোয় ছবি। ফলে যে কেউ সেই ছবি দেখতে পারেন, কেবল মাত্র মাসিক কিংবা বার্ষিক কিছু টাকার বিনিময়ে।
ছোট পর্দা CBFC, BCCC আর বড়পর্দায় সেন্সর বোর্ড, কিন্তু ওটিটি এখনও কোনও নিয়মের ঘেরাটোপে পড়ে না। যার ফলে ওটিটির চিত্রনাট্যের তালিকা থেকে বাদ পড়ে না অনেক কিছুই যা সেন্সরের আওতায় থাকলে হয়তো বাদের তালিকায় নাম লেখাত। এবার এই প্রসঙ্গেই সরব হলেন সলমন খান। ফিল্মফেয়ার পুরস্কার এবছর হোস্ট করছেন অভিনেতা সলমন খান। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। সলমন খান জানান, পরিচ্ছন্ন চিত্রনাট্য সর্বদাই ভাল ফল করে। যাঁরা বোল্ড দৃশ্যে অভিনয় করতে রাজি নন, তাঁদের পিছিয়ে পড়তে হয়।
এখানেই শেষ নয়, তাঁর জানান, ১৯৮৯ থেকে এই ব্যবসায় রয়েছেন সলমন। তিনি জানান, তিনি কখনও এমন কিছু করেননি। সলমনের কথায়, ”আমি সত্যি মনে করি, এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা উচিত। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত।”
সলমন আরও বলেন, ”এগুলো ফোনের মাধ্যমে ১৫-১৬ বছরের শিশুরাও দেখতে পারে। আপনার ভাল লাগবে পড়া বাহানায় আপনার ছোট্ট মেয়ে যখন এগুলো দেখবে। আমার মনে হয় এগুলো সংশোধন করা উচিত। যত স্বচ্ছ হবে চিত্রনাট্য ততটাই ভাল হবে। ভিউ ওনেক বেশি হবে”।