দীর্ঘ প্রণয় ও বিয়ের পর বিচ্ছেদ হয়েছে দক্ষিণী জনপ্রিয় জুটি সামান্থা ও নাগা চৈতন্যর। গত ২ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সবার সামনে এ কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন নাগা ও সামান্থা দুজনেই। বিচ্ছেদের পর ‘স্পিরিচুয়াল ট্রিপ’-এও গিয়েছিলেন অভিনেত্রী। ভারতের বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। এরই মাঝে নাগার সঙ্গে সব রকম সামাজিক সম্পর্কেরও ইতি টানলেন অভিনেত্রী।
বিচ্ছেদের পরেও সামান্থার ইনস্টায় দেখা যাচ্ছিল ২০১৯-এ বিবাহবার্ষিকীর দিন প্রাক্তন স্বামী নাগার সঙ্গে এক ভালবাসার পোস্ট। যে পোস্টে সামান্থা লিখেছিলেন, “তুমি আমার, আমি তোমার। যাই বাধা আসুক না কেন, একসঙ্গে সেই বাধা দূর করব। হ্যাপি অ্যানিভার্সারি হাজব্যান্ড’। তবে সম্প্রতি সেই পোস্ট মুছে ফেলেন তিনি। যা দেখে অনুরাগীদের একাংশের ধারণা, আর অতীত আঁকড়ে বেছে থাকা নয়, জীবনকে নতুন ভাবে সাজাতে চাইছেন ‘ফ্যামিলি ম্যান’-এর রাজি।
নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সামান্থা প্রভু একের পর এক ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তি জীবন নিয়ে এতটাই কাটাছেঁড়া চলেছে যে এক বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। কখনও অন্য প্রেমের সম্পর্ক, কখনও বা গর্ভপাতের জল্পনা চলেছে তাঁকে ঘিরে।
সামান্থা ব্যক্তিগত কুৎসা প্রসঙ্গে সোশ্যাল পোস্টে লিখেছিলেন, ‘আমার ব্যক্তিগত কঠিন সময়ে মানসিক ভাবে যে আপনারা পাশে ছিলেন, তাতে আমি অভিভূত। সমবেদনা জানানোর জন্য অনেক ধন্যবাদ। ভুয়ো কিছু গল্প রটানো হচ্ছে। তারও প্রতিবাদ করেছেন, সে জন্যও ধন্যবাদ। অনেকেই বলছেন, আমার অন্য প্রেমের সম্পর্ক ছিল। আমি কখনও সন্তান চাইনি। আমি সুবিধাবাদী এবং গর্ভপাত করিয়েছি।’ এই ভুয়ো রটনার প্রতিবাদ যাঁরা করেছেন, তাঁদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামান্থা।সামান্থা আরও লেখেন, ‘বিচ্ছেদ অত্যন্ত যন্ত্রণাময় একটি পদ্ধতি। এই সময়টা আমাকে নিজের মতো করে সামলে নেওয়ার সুযোগ দিন। নিরলস ব্যক্তি আক্রমণ হয়ে চলেছে। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, এ সব কিছু আমাকে ভাঙতে পারবে না।’
সূত্রের খবর, চ্ছেদের পর ভরণপোষনের জন্য সামান্থাকে ২০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন নাগা এবং তাঁর পরিবার। কিন্তু সামান্থা নাকি কোনও টাকা নিতে রাজি হননি। সূত্রের আরও দাবি, এই বিয়ে ভাঙা সামান্থার কাছে হৃদয় বিদারক। অভিনেত্রী অত্যন্ত বিচলিত। এই সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা এবং সাহচর্য চেয়েছিলেন তিনি। এ ছাড়া আর কিছুর প্রয়োজন ছিল না তাঁর।
২০১০-এ একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়েন সামান্থা এবং নাগা। ২০১৭-র জানুয়ারিতে তাঁদের এনগেজমেন্ট হয়। ওই বছরই অক্টোবরে গোয়াতে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিচ্ছেদে মন ভেঙে গিয়েছে বহু অনুরাগীর। নাগা চৈতন্য অভিনেতা নাগার্জুন আকিনেনির পুত্র। বৈবাহিক সূত্রে এক সময় আকিনেনি পদবী ব্যবহার করতেন সামান্থা। তবে এখন তিনি শুধুই সামান্থা। অতীত আঁকড়ে বেঁচে থাকা নয়, বরং সামনের দিকে এগনোই তাঁর লক্ষ্য, বলছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম।
আরও পড়ুন:Shahrukh-Salman: কাছাকাছি আসছেন শাহরুখ-সলমন, আরিয়ানের জন্য দিনরাত প্রার্থনা করছেন সেলিম-হেলেন
আরও পড়ুন:Mumbai Cruise Drug Case: ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে চার সদস্যের বিশেষ দল গঠন করল মুম্বই পুলিশ