নামেই বিদ্যুৎ তাঁর। অ্যাকশন সিনও করেন বিদ্যুৎবেগেই। বলিউড তাঁকে চেনে অ্যাকশন হিরো হিসেবেই। আসন্ন ছবি ‘সনক’-এর ট্রেলারেও দেখা গেল বিদ্যুত জামওয়ালের মারকাটারি স্টান্ট। সঙ্গে চন্দন রায় সান্যালের অভিনয় আর মার্শাল আর্ট তাতে যোগ করল এক অন্য উত্তেজনা।
মঙ্গলবার মুক্তি পেয়েছে সনক ছবির ট্রেলার। এই ছবি দিয়েই বলি ডেবিউ হতে চলেছে রুক্মিণীর। ছবির ট্রেলারে তাঁর উজ্জ্বল উপস্থিতি। বিদ্যুতের সঙ্গে তাঁর কেমিস্ট্রি সাবলীল। ছবির ট্রেলার বলছে হার্টের এক জটিল রোগে আক্রান্ত রুক্মিণী। এক হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তাঁকে ভর্তি করা হয়। আর ওই হাসপাতালেই এক রাতে অতর্কিতে ঘটে যায় সন্ত্রাসী হামলা। চন্দন রায় সান্যালের চরিত্রটি ওই হামলারই ‘মাথা’। অ্যাকশন হিরো বিদ্যুৎও থেমে থাকেন না।
গোটা ট্রেলার জুড়েই ঝাঁঝালো সব সংলাপ, ফাইট সিন আর স্টান্টে ভরপুর যা আপনাকে মনে করিয়ে দিতেই পারে জনপ্রিয় হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ওরফে র্যাম্বোর কথা। ছবিতে এক সংলাপেও এসেছে র্যাম্বো প্রসঙ্গও… বিদ্যুতের উদ্দেশে বলতে শোনা গিয়েছে,
“ভেবেছিলাম মোগাম্বো, আদপে র্যাম্বো…”। প্লট চেনা হলেও তাতে ‘মশলা’ রয়েছে বেশ। আগামী ১৫ অক্টোবর পুজোর মরসুমেই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘সনক’।
রুক্মিণীর কাছে এই ছবির গুরুত্ব সবার থেকে আলাদা। প্রথম বলিউড ছবি। রয়েছে নিজেকে প্রমাণের তাগিদ। মডেলিং থেকে অভিনয়। গত চার বছরে কেরিয়ারগ্রাফ বদলে গিয়েছে অনেকটাই। সেই বদল এখন উপভোগ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রী হিসেবে চার বছরে নিজেকে অনেকটা তৈরি করতে পেরেছেন বলে মনে করেন রুক্মিণী। নিজের গ্রোথ হয়েছে, সেটা বুঝতে পারেন।
রুক্মিণী এ প্রসঙ্গে আগেই TV9 বাংলাকে বলেন, “গত চার বছরে গ্রো করেছি। এখন দর্শক হিসেবে নয়, পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি হিসেবে সিনেমা দেখি। আগে শুধু ছবি দেখতাম। এখন ভাঙি আর গড়ি। এটাও যে ভাবছি, এটা ভেবে অবাক হই। এখন মনের মতো চরিত্রের জন্য অপেক্ষা করি। ‘সুইজারল্যান্ড’ করলাম। কেরিয়ারের দু’বছরের মাথাতেই দুই বাচ্চার মায়ের চরিত্র করেছিলাম। বলতে পারেন, প্যাশন জন্মেছে অভিনয় নিয়ে। এটাই হয়তো পার্সোনাল গ্রোথ। এটার প্রতি অনেস্ট থাকব, সততা দিয়ে চেষ্টা করব। ১০০ শতাংশ কমিটমেন্ট নিয়ে কাজ করব।”
বলিউডে পা রেখেছেন রুক্মিণী। তবে টলিউড তাঁর শিকড়। সেটা ভুলে যাবেন না। অভিনয় এখন রুক্মিণীর প্যাশন। অন্যের অভিনয় দেখে ইন্সপিরেশন পান তিনি। নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করেন। নিজেকে ছাপিয়ে পারফর্ম করে আনন্দ পান অভিনেত্রী। সদ্য রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’-এর শুটিং শেষ করলেন। প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। বলিউডের ভাগ্য অবশ্য অনেকটাই নির্ভর করছে ‘সনক’-এর সাফল্যের উপর।
নামেই বিদ্যুৎ তাঁর। অ্যাকশন সিনও করেন বিদ্যুৎবেগেই। বলিউড তাঁকে চেনে অ্যাকশন হিরো হিসেবেই। আসন্ন ছবি ‘সনক’-এর ট্রেলারেও দেখা গেল বিদ্যুত জামওয়ালের মারকাটারি স্টান্ট। সঙ্গে চন্দন রায় সান্যালের অভিনয় আর মার্শাল আর্ট তাতে যোগ করল এক অন্য উত্তেজনা।
মঙ্গলবার মুক্তি পেয়েছে সনক ছবির ট্রেলার। এই ছবি দিয়েই বলি ডেবিউ হতে চলেছে রুক্মিণীর। ছবির ট্রেলারে তাঁর উজ্জ্বল উপস্থিতি। বিদ্যুতের সঙ্গে তাঁর কেমিস্ট্রি সাবলীল। ছবির ট্রেলার বলছে হার্টের এক জটিল রোগে আক্রান্ত রুক্মিণী। এক হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তাঁকে ভর্তি করা হয়। আর ওই হাসপাতালেই এক রাতে অতর্কিতে ঘটে যায় সন্ত্রাসী হামলা। চন্দন রায় সান্যালের চরিত্রটি ওই হামলারই ‘মাথা’। অ্যাকশন হিরো বিদ্যুৎও থেমে থাকেন না।
গোটা ট্রেলার জুড়েই ঝাঁঝালো সব সংলাপ, ফাইট সিন আর স্টান্টে ভরপুর যা আপনাকে মনে করিয়ে দিতেই পারে জনপ্রিয় হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ওরফে র্যাম্বোর কথা। ছবিতে এক সংলাপেও এসেছে র্যাম্বো প্রসঙ্গও… বিদ্যুতের উদ্দেশে বলতে শোনা গিয়েছে,
“ভেবেছিলাম মোগাম্বো, আদপে র্যাম্বো…”। প্লট চেনা হলেও তাতে ‘মশলা’ রয়েছে বেশ। আগামী ১৫ অক্টোবর পুজোর মরসুমেই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘সনক’।
রুক্মিণীর কাছে এই ছবির গুরুত্ব সবার থেকে আলাদা। প্রথম বলিউড ছবি। রয়েছে নিজেকে প্রমাণের তাগিদ। মডেলিং থেকে অভিনয়। গত চার বছরে কেরিয়ারগ্রাফ বদলে গিয়েছে অনেকটাই। সেই বদল এখন উপভোগ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রী হিসেবে চার বছরে নিজেকে অনেকটা তৈরি করতে পেরেছেন বলে মনে করেন রুক্মিণী। নিজের গ্রোথ হয়েছে, সেটা বুঝতে পারেন।
রুক্মিণী এ প্রসঙ্গে আগেই TV9 বাংলাকে বলেন, “গত চার বছরে গ্রো করেছি। এখন দর্শক হিসেবে নয়, পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি হিসেবে সিনেমা দেখি। আগে শুধু ছবি দেখতাম। এখন ভাঙি আর গড়ি। এটাও যে ভাবছি, এটা ভেবে অবাক হই। এখন মনের মতো চরিত্রের জন্য অপেক্ষা করি। ‘সুইজারল্যান্ড’ করলাম। কেরিয়ারের দু’বছরের মাথাতেই দুই বাচ্চার মায়ের চরিত্র করেছিলাম। বলতে পারেন, প্যাশন জন্মেছে অভিনয় নিয়ে। এটাই হয়তো পার্সোনাল গ্রোথ। এটার প্রতি অনেস্ট থাকব, সততা দিয়ে চেষ্টা করব। ১০০ শতাংশ কমিটমেন্ট নিয়ে কাজ করব।”
বলিউডে পা রেখেছেন রুক্মিণী। তবে টলিউড তাঁর শিকড়। সেটা ভুলে যাবেন না। অভিনয় এখন রুক্মিণীর প্যাশন। অন্যের অভিনয় দেখে ইন্সপিরেশন পান তিনি। নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করেন। নিজেকে ছাপিয়ে পারফর্ম করে আনন্দ পান অভিনেত্রী। সদ্য রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’-এর শুটিং শেষ করলেন। প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। বলিউডের ভাগ্য অবশ্য অনেকটাই নির্ভর করছে ‘সনক’-এর সাফল্যের উপর।