Gayatri Joshi: ইতালিতে ভয়াবহ পথদুর্ঘটনা থেকে বাঁচলেন শাহরুখ খানের নায়িকা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 04, 2023 | 6:34 PM

Car Accident: ভিডিয়োতে দেখা যায় দুটি দামী গাড়ি সেই ভ্যানকে টপকে যাওয়ার প্রতিযোগিতা করছে। একটিতে নাকি ছিলেন গায়েত্রী ও তাঁর স্বামী। অন্য গাড়ির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছেন। সংবাদ মাধ্যমকে গায়েত্রী বলেছেন, "আমি এবং আমার স্বামী ইতালিতে আছি। এক পথ দুর্ঘটনার কবলে পড়েছি আমরা। কিন্তু ঈশ্বরের কৃপায় এখন আমরা দু'জনেই ভাল আছি।"

Gayatri Joshi: ইতালিতে ভয়াবহ পথদুর্ঘটনা থেকে বাঁচলেন শাহরুখ খানের নায়িকা
পথ দুর্ঘটনার কবলে গায়েত্রী।

Follow Us

ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’খ্যাত অভিনেত্রী গায়েত্রী যোশী এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। ইতালির রাস্তায় বহুমূল্যবান ল্যাম্বর্গিনি গাড়ি চালাচ্ছিলেন তাঁরা। দারুণ মজা করছিলেন গাড়ির ভিতর। কিন্তু এই মজাই শোকে পরিণত হল লহমায়। একটুর জন্য এক ভয়াবহ পথ দুর্ঘটনার হাত থেকে প্রাণ বাঁচাতে পেরেছেন তাঁরা। গুরুতর আঘাত লাগেনি। এই মুহূর্তে ভাল আছেন।

ঠিক কী হয়েছিল?

ইতালির শহর সার্ডিনিয়ার রাস্তায় একটি ল্যাম্বর্গিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন গায়েত্রী এবং বিকাশ। হঠাৎই তাঁদের গাড়ি গিয়ে ধাক্কা মারে এক ফেরারি এবং ভ্যানকে। কালো রঙের ফেরারিটি মুহূর্তে উল্টে যায় রাস্তার মধ্যে। ঘটনার ভিডিয়ো তুলেছিলেন অন্য গাড়ির এক ব্যক্তি। এক্স (সাবেক টুইটার) সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন সেই ভিডিয়ো। দেখলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বেয়ে যাবে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা)।

ভিডিয়োতে দেখা যায় দুটি দামী গাড়ি সেই ভ্যানকে টপকে যাওয়ার প্রতিযোগিতা করছে। একটিতে নাকি ছিলেন গায়েত্রী ও তাঁর স্বামী। অন্য গাড়ির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছেন। সংবাদ মাধ্যমকে গায়েত্রী বলেছেন, “আমি এবং আমার স্বামী ইতালিতে আছি। এক পথ দুর্ঘটনার কবলে পড়েছি আমরা। কিন্তু ঈশ্বরের কৃপায় এখন আমরা দু’জনেই ভাল আছি।”

২০০৪ সালে শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ ছবিতে অভিনয় করেছিলেন গায়েত্রী। চরিত্রের নাম ছিল গীতা। তারপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।

Next Article