আরিয়ান খান– সম্পর্কে শাহরুখ খানের বড় ছেলে। বয়স এই মুহূর্তে ২৫ বছর। খুব তাড়াতাড়ি বলিপাড়ায় ডেবিউ হবে তাঁর। তবে সম্প্রতি তাঁকে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। মাদক কাণ্ডের ‘কলঙ্ক’ অতীত। বরং নেটাগরিকদের একাংশের মতে শাহরুখ খানের মতোই স্বভাব পেয়েছেন তিনি। অনেকের মতেই তিনিই হলেন প্রকৃত পুরুষ। কেন জুটছে এত প্রশংসা? সম্প্রতি নীতা অম্বানি ও মুকেশ অম্বানি মুম্বইয়ে এক সাংস্কৃতিক মঞ্চ খুলেছেন। তারই উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকা থেকে শুরু করে বলি তারকারা হাজির ছিলেন। হাজির ছিলেন শাহরুখ খানের পরিবারও। মেয়ে সুহানা ও ছেলে আরিয়ানকে নিয়ে উপস্থিত ছিলেন গৌরী খান। সুহানা পরেছিলেন ব্রা-লেট, সঙ্গে এক ঝলমলে শাড়ি। তবে লাইমলাইট ছিনিয়ে নিলেন আরিয়ানও। মা, বোন, ও আগত অতিথিদের জড়িয়ে ধরার সময় যে ভঙ্গিমা তাঁর ছিল, যেভাবে জড়িয়ে ধরা নয় বরং হাত কিছুটা তফাতে রেখেই দাঁড়িয়েছিলেন তিনি, তাতেই জুটেছে প্রশংসা। মন্তব্য এসেছে, “এ ট্রু জেন্টলম্যান”। এখানেই শেষ নয়, অনেকেই আবার তাঁকে তুলনা করেছেন শাহরুখ খানের সঙ্গে। দীর্ঘ কেরিয়ারে শাহরুখের নামে সেই অর্থে কোনও রটনাই নেই। নেটিজেনদের একাংশের মন্তব্য, “একেবারেই বাবার মতো হয়েছেন আরিয়ান”।
২০২১ সাল আরিয়ান খানের জন্য ছিল এক অভিশপ্ত সময়। মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও অতীত পেরিয়ে তিনি আবারও ফিরেছেন মূল স্রোতে। মাদকমামলাতেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ তাঁর। আরিয়ানের আগামী পরিকল্পনা সম্পর্কেও সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন। বাবার প্রযোজনা সংস্থা থেকে ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের কিছু অংশ শেয়ার করে তিনি লেখেন, “অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কে অভিনয় করছেন তাঁর ছবিতে? সূত্র বলছে, বলিউডের কেউ নয়, শাহরুখের ছেলের ছবির নায়ক নাকি ইজরায়েলের এক অভিনেতা।
দিন কয়েক আগেই পানীয়ের এক ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই উপলক্ষে দিয়েছিলেন এক গালা পার্টিও। হাজির ছিলেন বলিউডের স্টারকিড থেকে অনেকেই। সেখানেই বাঙালি অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এক ছবি ভাইরাল হয়। যে ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।
আরিয়ান খান– সম্পর্কে শাহরুখ খানের বড় ছেলে। বয়স এই মুহূর্তে ২৫ বছর। খুব তাড়াতাড়ি বলিপাড়ায় ডেবিউ হবে তাঁর। তবে সম্প্রতি তাঁকে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। মাদক কাণ্ডের ‘কলঙ্ক’ অতীত। বরং নেটাগরিকদের একাংশের মতে শাহরুখ খানের মতোই স্বভাব পেয়েছেন তিনি। অনেকের মতেই তিনিই হলেন প্রকৃত পুরুষ। কেন জুটছে এত প্রশংসা? সম্প্রতি নীতা অম্বানি ও মুকেশ অম্বানি মুম্বইয়ে এক সাংস্কৃতিক মঞ্চ খুলেছেন। তারই উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকা থেকে শুরু করে বলি তারকারা হাজির ছিলেন। হাজির ছিলেন শাহরুখ খানের পরিবারও। মেয়ে সুহানা ও ছেলে আরিয়ানকে নিয়ে উপস্থিত ছিলেন গৌরী খান। সুহানা পরেছিলেন ব্রা-লেট, সঙ্গে এক ঝলমলে শাড়ি। তবে লাইমলাইট ছিনিয়ে নিলেন আরিয়ানও। মা, বোন, ও আগত অতিথিদের জড়িয়ে ধরার সময় যে ভঙ্গিমা তাঁর ছিল, যেভাবে জড়িয়ে ধরা নয় বরং হাত কিছুটা তফাতে রেখেই দাঁড়িয়েছিলেন তিনি, তাতেই জুটেছে প্রশংসা। মন্তব্য এসেছে, “এ ট্রু জেন্টলম্যান”। এখানেই শেষ নয়, অনেকেই আবার তাঁকে তুলনা করেছেন শাহরুখ খানের সঙ্গে। দীর্ঘ কেরিয়ারে শাহরুখের নামে সেই অর্থে কোনও রটনাই নেই। নেটিজেনদের একাংশের মন্তব্য, “একেবারেই বাবার মতো হয়েছেন আরিয়ান”।
২০২১ সাল আরিয়ান খানের জন্য ছিল এক অভিশপ্ত সময়। মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও অতীত পেরিয়ে তিনি আবারও ফিরেছেন মূল স্রোতে। মাদকমামলাতেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ তাঁর। আরিয়ানের আগামী পরিকল্পনা সম্পর্কেও সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন। বাবার প্রযোজনা সংস্থা থেকে ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের কিছু অংশ শেয়ার করে তিনি লেখেন, “অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কে অভিনয় করছেন তাঁর ছবিতে? সূত্র বলছে, বলিউডের কেউ নয়, শাহরুখের ছেলের ছবির নায়ক নাকি ইজরায়েলের এক অভিনেতা।
দিন কয়েক আগেই পানীয়ের এক ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই উপলক্ষে দিয়েছিলেন এক গালা পার্টিও। হাজির ছিলেন বলিউডের স্টারকিড থেকে অনেকেই। সেখানেই বাঙালি অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এক ছবি ভাইরাল হয়। যে ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।