Suhana Khan: ‘এর থেকে ক্লাস ৫-এর বাচ্চাও ভাল’, সুহানার স্টেজ পারফরম্যান্স দেখে তীব্র কটাক্ষ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 26, 2023 | 2:45 PM

Suhana Khan: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর পরেই নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করবেন শাহরুখ কন্যা সুহানা খান। জোয়া আখতাতের ওয়েব সিরিজ 'দ্য আর্চিজ'-এ দেখা যাবে তাঁকে। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত সুহানা। সম্প্রতি ওই সিরিজের মিউজিক অ্যালবাম লঞ্চ হয়ে গেল।

Suhana Khan: এর থেকে ক্লাস ৫-এর বাচ্চাও ভাল, সুহানার স্টেজ পারফরম্যান্স দেখে তীব্র কটাক্ষ
নাচছেন সুহানা।

Follow Us

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর পরেই নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করবেন শাহরুখ কন্যা সুহানা খান। জোয়া আখতাতের ওয়েব সিরিজ ‘দ্য আর্চিজ’-এ দেখা যাবে তাঁকে। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত সুহানা। সম্প্রতি ওই সিরিজের মিউজিক অ্যালবাম লঞ্চ হয়ে গেল। বাকি তারকাসন্তানের সঙ্গে হাজির ছিলেন সুহানাও। স্টেজে উঠে নাচতেও দেখা গেল তাঁকে। কিন্তু নাচতে গিয়ে এই ভাবে ট্রোল্ড হতে হবে তা বোধহয় নিজেও ভাবেননি সুহানা। পরেছিলেন এক ফ্লোরাল জামা। সহ অভিনেতাদের সঙ্গে নাচার ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনদের একটা বড় অংশের মতামত, “এর থেকে ক্লাস ফাইভের বাচ্চাও ভাল নাচ করে”। অনেকেই আবার ‘কষ্ট ছাড়াই কেষ্ট’ লাভে সুহানাকে নেপোকিড তকমা দিতেও দ্বিধাবোধ করেননি।

প্রথম থেকেই ট্রোলারদের পছন্দের ‘টপিক’ সুহানা খান। তিনি শাহরুখ খানের সন্তান। গায়ের রঙ শ্যামলা হওয়ায় হামেশাই তাঁকে পড়তে হয়েছে নেতিবাচক মন্তব্যের মুখে। যদিও সুহানা দমে যাননি। নিজেকে প্রমাণের চেষ্টায় মরিয়া সুহানা। নাচ নিয়ে ট্রোল্ড হয়েছেন ঠিকই, তবে সিরিজের টিজারে তাঁর অভিনয় কিন্তু বেশ ভাল লেগেছে দর্শকের। আগামী দিনে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এখন সেটাই দেখার। এই সিরিজের মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হচ্ছে আরও বেশ কয়েক স্টারকিডের। এঁদের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। রয়েছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও।

Next Article