বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কফি উইথ করণ টক শো। করণ জোহর সঞ্চালিত এই শোয়ের প্রতিটা পর্বই দর্শকদের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। এবারও তার ব্যতিক্রম হল না। কারণ একটাই, এই শোয়ের বিশেষত্বই হল বিতর্ক, বিভিন্ন স্টারদের মন্তব্য নানানভাবে চর্চার কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়ে থাকে। এবারও ব্যতিক্রম হল না। কারণ আগামী পর্বে এই শোয়ের অতিথির তালিকাতে জায়গা করে নিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায় ও কাজলকে। এই জুটি বরাবরই সিনেপাড়ার বেশ পছন্দের। বেশ কয়েকটি ছবিতে এই দুই বোনকে একসঙ্গে উপস্থিত হতে দেখা গিয়েছে। কখনও বিশেষ অতিথি হিসেবে, কখনও আবার চিত্রনাট্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।
তবে রানিকে এভাবে ভুলে গেলেন কাজল, তা দেখে রীতিমত অবাক নেটদুনিয়া, এমনকি শোয়ের সঞ্চালক করণ জোহরও অবাক হয়ে গেলে। আগামী পর্বের প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। সেখানেই দেখা গেল কাভি খুশি কাভি গম ছবি প্রসঙ্গে কথা বলতে কাজল ও করণ জোহরকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রানি মুখোপাধ্যায়ের নাম করেন করণ, কাজল জানতে চান, রানি ছিল? তিনি ভুলেই গিয়েছিলেন এই ছবিতে এক বিশেষ অংশে রানি মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন, তা শুনে রীতিমত অবাক হয়ে যান করণ। যদিও রানি হেসেই ফেলেন। দুই বোনের সঙ্গে এদিন যে বেশ জমিয়ে আড্ডা দিতে চলেছেন করণ জোহর, তা শোয়ের প্রোমোতেই স্পষ্ট হয়ে গেল। বৃহস্পতিবার প্রকাশ্যে আসবে এই পর্ব। সঙ্গে কাজল, রানি ও করণের সম্পর্কের বহু গোপন গল্প হবে ফাঁস, তা অনুমান করে নেওয়াই যায়।