আইটেম সং কি খারাপ? বলিউডের একদা প্রথম সারির অভিনেত্রী সুস্মিতা সেনকে (Sushmita Sen) যদি এই প্রশ্ন করা হয় তবে তাঁর উত্তর হবে ‘না’। বরং তিনি গর্বিত। তবে আইটেম গানে নাচের কারণে বিচ্ছেদ হয়েছে তাঁর। না, প্রেম বিচ্ছেদ নয়। তবে কারা ছেড়ে চলে যায় অভিনেত্রীকে? ফিল্ম কম্পেনিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।
সুস্মিতাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর দুই ম্যানেজার। সে অনেক দিনের কথা। যে সময় ‘আইটেম গান’ শুনলে অভিনেত্রীরা নাক কোঁচকাতেন সেই সময় আইটেম সং-এ পারফর্ম করার জন্যই নাকি অধীর আগ্রহে অপেক্ষা করতেন সুস্মিতা, এ কথা খোদ বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “ওরা যখন বলত লিডরা নাকি আইটেম গান করে না, মানসম্মান ন্যস্ত হয়ে যায় আমি সবার আগে হাত তুলে বলতাম আমায় নিয়ে নাও। আমার দুই ম্যানেজার এই কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ওদের মনে হয়েছিল আমি বোধহয় পাগল। গোটা ছবিতে আমাকে নেওয়ার জন্য রাজি করার চেষ্টা করছে ওরা সেখানে আমি নাচছি আইটেম গানের সঙ্গে, ওরাও মেনে নিতে পারেনি।”
এখানেই থামেননি সুস্মিতা। তিনি আরও যোগ করেন, “সেই সময় ম্যানেজারদে কথার অবাধ্য হলে তাঁরা বলতেন, “আমাদের কোনও গুরুত্ব নেই, আমরা এত বছর ধরে ইণ্ডাস্ট্রিতে রয়েছি…’। আমার তখন ২২ বছর। সবাই হয়তো ভাবত এই মেয়ে কারও কথা শোনেই না।”
জীবনে একগুচ্ছ আইটেম গানের নেচেছেন সুস্মিতা। এর মধ্যে রয়েছে ‘মেহবুব মেরে’, ‘শাকালাকা বেবি’, ‘শাকিরা’সহ আরও অনেক। সব কয়টি গানই প্রায় সুপারহিট। নিন্দা হয়েছিল ঠিকই, কিন্তু বাঙালি কন্যা যে নাছোড়বান্দা।
গত বছরেই প্রেমিকের সঙ্গে বিচ্ছদের কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা। তবে তিক্ততার সঙ্গে বিচ্ছেদ হয়নি তাঁদের। প্রাক্তনের সঙ্গে তাঁর বন্ধুত্ব আজও বর্তমান। কিছু মাস আগেই ওয়েব সিরিজে আরিয়াতে দেখা গিয়েছিল তাঁকে। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে ওই সিরিজ। সিরিজে সুস্মিতা ছাড়াও রয়েছেন শিকন্দর খের, অঙ্কুর ভাটিয়াম আকাশ খুরানাসহ অনেকেই।
আরও পড়ুন- Ronnie Chakraborty : ‘বাচ্চার মুখেভাত ছিল সামনেই, রনির এভাবে মৃত্যু আজও রহস্য’, লিখলেন রাজদীপ