Urofi Javed: স্নান করতে ভাল লাগে না, এ কী বললেন উরফি, মুহূর্তে ট্রোল ভাইরাল কুইন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 09, 2022 | 8:22 AM

Viral Star: উরফি জাভেদের ফ্যাশন মানেই তা বোল্ড স্টেটমেন্ট। একের পর এক পোজ ভাইরাল। কখনও খোলামেলা পোশাক, কখনও আবার ছকভাঙা পোশাকের ঝড়, উরফিকে দেখেই এক কথায় ট্রোলের বন্যা বয়ে যায় নেট দুনিয়ায়।

Urofi Javed: স্নান করতে ভাল লাগে না, এ কী বললেন উরফি, মুহূর্তে ট্রোল ভাইরাল কুইন

Follow Us

উরফি জাভেদ মানেই এক কথায় ভাইরাল। একের পর এক মন্তব্য থেকে পোকাশ, সামনে আসতেই ট্রোলের শিকার। যদিও উরফি এখন ভালই জানেন যে ট্রোল তাঁর নিত্য সঙ্গী। তাই কে কী বলছে, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তাঁর। সম্প্রতি উরফি জাভেদ এমনটাই বলে থাকেন। উল্টে কখনও কখনও ট্রোলারদের উদ্দেশ্যেই নানা মন্তব্য করে থাকেন। সম্প্রতি উরফি নিজেই জানান, তিনি সমাজের নিয়মে আটকে থাকতে পারবেন না। কেউ যদি পোশাক নিয়ে তাঁকে ট্রোল করে, বা কারুর যদি পোশাক দেখে মনে খারাপ ভাবনা এসে থাকে, তবে এটা তাঁর ব্যক্তিগত সমস্যা। এখানে উরফির কিছুই করার নেই।

তবে একদিকে যেমন স্পষ্ট বক্ত তিনি, তেমনই অপর দিকে তেমনই আবার বেশি কথা বলতে গিয়েই সমস্যা তৈরি করে ফেলেন তিনি। সম্প্রতি তেমনই এক ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ার পাতায়। সেখানেই উরফিকে স্পষ্ট বলতে শোনা গেল- তিনি নাকি স্নান চরা পছন্দ করেন না। মুম্বইয়ের বৃষ্টিতে ভিজে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি। যা দেখে এক সাবাদিক প্রশ্ন করেছিলেন, আপনার বর্ষা ভাল লাগে! উরফির কথায়, তাঁর স্নান করতেই ভাল লাগে না, তার ওপর বৃষ্টিতে ভেজা। এরপরই চরম ট্রোল্ড হন তিনি।

উরফি জাভেদের ফ্যাশন মানেই তা বোল্ড স্টেটমেন্ট। একের পর এক পোজ ভাইরাল। কখনও খোলামেলা পোশাক, কখনও আবার ছকভাঙা পোশাকের ঝড়, উরফিকে দেখেই এক কথায় ট্রোলের বন্যা বয়ে যায় নেট দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কারণ একটাই, আবারও উরফি বেছে নিলেন অড লুক। শরীরের ওপরের অংশ প্রায় উন্মুক্ত। শরীরের খোলা অংশ নিয়ে নানা কুমন্তব্য যেন তাঁর নিত্য সঙ্গী। তবে এই সব বিষয় নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তাঁর। উল্টে উরফি জানান, তাঁর স্বপ্ন অনেক বড় কিছু হওয়ার। তাঁর স্বপ্ন প্রতিটা পদে পদে নিজেকে প্রমাণ করে ভাল কাজ দর্শকদের উপহার দেওয়ার। সদ্য নিজের জীবনের স্ট্রাগেল নিয়ে মুখ খুলেছিলেন এই সেলেব স্টার।

Next Article