Urvashi Rautela: ভারত-ম্যাক ম্যাচ দেখতে গিয়ে খোয়া গেল উর্বশীর সোনার আইফোন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 15, 2023 | 9:52 PM

Urvashi Rautela : আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন উর্বশী রউতেলা। ভারত ওই ম্যাচে জেতায় খুশি হয়েছিলেন নায়িকা। কিন্তু ফিরতি পথেই ঘটে গেল বিপত্তি। হারিয়ে গেল অভিনেত্রীর সোনার আইফোন। অন্তত তেমনটাই দাবি করেছেন তিনি।

Urvashi Rautela: ভারত-ম্যাক ম্যাচ দেখতে গিয়ে খোয়া গেল উর্বশীর সোনার আইফোন!
খোয়া গেল উর্বশীর সোনার আই ফোন!

Follow Us

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন উর্বশী রউতেলা। ভারত ওই ম্যাচে জেতায় খুশি হয়েছিলেন নায়িকা। কিন্তু ফিরতি পথেই ঘটে গেল বিপত্তি। হারিয়ে গেল অভিনেত্রীর সোনার আইফোন। অন্তত তেমনটাই দাবি করেছেন তিনি। এ দিন এক টুইটের মাধ্যমে উর্বশী লেখেন, “আমার ২৪ ক্যারেটের আসল সোনার আইফোনটি আমি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারিয়ে ফেলেছি। যদি কেউ পেয়ে থাকেন, তবে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।” উর্বশীর ওই আর্জির পরে যদিও তা নিয়ে হয়েছে ট্রোলিং। অনেকেই তাঁকে মূর্খ আখ্যা দিতেও পিছপা হননি কেন পুলিশে অভিযোগ না জানিয়ে টুইট করেছেন অভিনেত্রী, সে প্রশ্নও করেছেন অনেকে। একজন আবার লিখেছেন, “আপনার কি একদিন পর ঘুম ভাঙল? যদি গতকাল হারিয়ে থাকে তবে সেটা জানাননি কেন আগে?” সে যাই হোক, উর্বশী ভক্তরা কিন্তু বেজায় চিন্তায়। অভিনেত্রী তাঁর সোনার ফোন দ্রুত খুঁজে পান, এমনটাই চেয়েছেন তাঁরা।

নানা মন্তব্য করে মাঝেমধ্যেই আলোচনায় থাকেন উর্বশী। কখনও ঋষভ পন্থের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে আবার কখনও বা পাক ক্রিকেটার নাসিম শাহকে জড়িয়েই তাঁকে নিয়ে হয়েছে ট্রোলিং। যদিও অনেকেরই দাবি প্রচারে থাকতেই বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। দিনের শেষে ইতি অথবা নেতি– যে কোনও প্রচারই যে প্রচারই হয়ে থাকে।

 

Next Article