প্রিয়াঙ্কা চোপড়ার থেকে ১৪ বছরের ছোট তাঁর স্বামী নিক জোনাস। বিখ্যাত জোনাস ব্রাদার্স দলের সদস্য তিনি। প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। অনেকে কটাক্ষ করেছিলেন প্রিয়াঙ্কাকাকে। বলেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি অর্জন করার জন্য নিককে নাকি বিয়ে করেছেন তিনি। বিষয়টা যে সেরকম নয়, একাধিকবার নিজের বক্তব্যেই খোলসা করেছেন প্রিয়াঙ্কা। তবে নিককে বিয়ে করার আগে তাঁর মা মধু চোপড়া হবু জামাই নিকের সঙ্গে আলোচনা করেছিলেন। কী ছিল সেই আলোচনা?
একমাত্র কন্যার বিয়ে হবে আর সেই ছেলেকে যাচাই করবেন না তাঁর মা, এমনটা যেন হতেই পারে না। নিক জোনাসকে বিয়ে করার আগে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া তাঁর সঙ্গে ফোনে আলোচনা করেছিলেন। কি আলোচনা করেছিলেন তা খোলসা করেছেন সম্প্রতি।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেছিলেন, “আমার মেয়ের উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল এবং আছে। সে কেমন ধরনের জীবনসঙ্গী পছন্দ করে, তা আমি জানতাম। তবে মেয়েকে বিয়ে দিচ্ছি, জামাই কেমন জানব না। তাই নিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল আমার। সেই আলোচনায় প্রিয়াঙ্কা ছিল না আমাদের সঙ্গে। নিকের সঙ্গে একান্ত আলোচনায় বুঝেছিলাম, তাঁর চেয়ে ভাল পাত্র আমার মেয়ের জন্য আর হতেই পারে না।। প্রিয়াঙ্কা যে ধরনের পুরুষ পছন্দ করে, এবং আমি যে ধরনের জামাই পছন্দ করি, নিক এক্কেবারে সে রকমই।”
ছোটবেলার মার্কিন যুক্তরাষ্ট্রেই বড় হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সুতরাং, আমেরিকানদের সঙ্গে থাকা নিয়ে তাঁর কন্যার কোনও সমস্যা ছিল না। নিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর খুশি ছিলেন মধু। বলেছিলেন, “নিক খুব মিষ্টি ছেলে। ও আমাদের বোঝে এবং আমরা ওকে বুঝি। তবে খারাপ লাগে একটা ব্যাপার ভেবেই, মেয়েটা আমার বড্ড দূরে চলে গেল। আমার থেকে প্রিয়াঙ্কার সময়ের দূরত্ব ১৫ ঘণ্টা। ওর সঙ্গে দেখা করতে গেলে ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়।”