অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টর সম্প্রতি করণ জোহরের চ্যাট শো-তে এসেছিলেন। সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছিল প্রোমো। কফি উইথ করণের সেই পর্ব সম্প্রচার বৃহস্পতিবার। ছবির প্রচারে এসে ছবির বিষয়বস্তু থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত জীবন, সব বিষয়ই খোলামেলা আলোচনা করতে দেখা যায় তাঁদের। ক্যাটরিনা যেমন স্পষ্টই ভিকিকে নিয়ে মুখ খোলেন, তেমনই আবার তালিকায় থাকে তাঁদের জীবনে ভুত দেখা থেকে শুরু করে আরও অজানা কাহিনি। তবে দর্শকদের মনে ক্যাট-ভিকির রসায়ন নিয়ে প্রশ্ন সর্বদাই তুঙ্গে। সেই প্রসঙ্গেও আলোকপাত করতেও পিছুপা হননি করণ জোহর।
ক্যাটরিনা-ভিকির সম্পর্ক নিয়ে তাই এই পর্বে করণের তালিকায় ছিল একাধিক প্রশ্ন। কথা প্রসঙ্গে ক্যাটরিনা এদিন চ্যাট শো-তে জানান, “আমার জন্মদিনে, আমি সবে সুস্থতার পথে। কোভিড থেকে সুস্থ হয়ে উঠছিলাম। কোভিডের দিনগুলো সত্যি খুব কঠিন ছিল। ভিকি বুঝতে পারে যে আমি ভাল নেই। আর আমায় ওন করতে, ভিকি আমার প্রতিটি গানে টানা ৪৫ মিনিট ধরে নেচেছিলেন। সেখানে উপস্থিত সকলের প্রশ্ন ছিল, ‘ভিকি প্রতিটি স্টেপ কীভাবে জানেন?’ সেদিন ভিকি কেবল চেয়েছিল আমায় খুশি করতে, আমায় হাসাতে। ক্যাটরিনা জানান, ভিকির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ই হল আত্মবিশ্বাসী।
যেহেতু ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল আলাদা কালচার থেকে আসা, করণ জোহর তাঁকে এই বিষয়ও প্রশ্ন করতে পিছপা হননি। যদিও ক্যাট এড়িয়ে না গিয়েই স্পষ্ট উত্তর দেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিকি তাঁর বাবা-মায়ের সঙ্গে কেমন আচরণ করেন। প্রথম প্রথম সকলেই সমীয় করে চলেন, তবে পরবর্তীতেও যেভাবে সবটা সামাল নিয়ে থাকে ভিকি, তা সত্যি আত্ববিশ্বাস না থাকলে বোধহয় সম্ভব নয়।।” যদিও ক্যাটরিনা এটা স্বীকার করে নিতে পিছপা হননি যে তিনি ভিকির বিষয় প্রথম থেকে খুব একটা বেশিকিছু জানতেন না। কেবল মাত্র ভিকির নামটাই ছিল শোনা।