বর্তমানে কফি উইথ করণ সর্বাধিক জনপ্রিয় টক-শো। ফলে বর্তমান এপিসোডের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে অতীতের এপিসোডও। এবার ফোকাসে বিপাশা বসু। সম্প্রতি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে এবার সেই সূত্রে নয়, অতীতের কফি উইথ করণ শো-এর এপিসোড ঘিরে ভাইরাল হটডিভা। ২০০৫ সালে, বিপাশা বসু এবং লারা দত্ত করণ জোহরের টক শো কফি উইথ করণে এসেছিলেন। শো চলাকালীন, বিপাশা তার ২০০৩ সালের জনপ্রিয় ছবি জিসম সম্পর্কে অনেক কথাই বলেছিলেন, সেই সূত্রেই আমিশা প্যাটল সম্পর্কে মন্তব্য করেন বিপাশা বসু। সেই সময় আমিশার চাহিদা সিনেদুনিয়ায় ব্যপক। সদ্য কাহো না পেয়ার হ্যায় ছবি হিট করেছে। পাইপ লাইলে রয়েছে একের পর এক ছবি।
শো চলাকালীন, করণ বিপাশাকে করণ জানিয়েছিলেন আমিশার একটি মন্তব্যের কথা, করণের কথায়, “আমি একটি সাক্ষাত্কার পড়েছিলাম যেখানে আমিশা প্যাটেল বলেছেন, যে তিনি কখনও জিসম-এর মতো চরিত্রে অভিনয় করবেন না, কারণ তাঁর দিদা এই ধরনের চরিত্রের জন্য অনুমতি দেবেন না।” এর উত্তরে বিপাশা বলেন, “আমিশার শরীরে জিসম করার মতো শারীরিক বৈশিষ্ট্যই নেই। পাশে বসে থাকা লারা হেসে জানান, আপনার একজন নারীর প্রয়োজন, চরিত্রটির জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ হতে হবে। আমিশা খুব মিষ্টি, খুব-ই ছোটো একটি মেয়ে, জিসমের চরিত্রের জন্য আমিশা পার্ফেক্ট নন।
একই পর্বে, করণ জন ও আমিশার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ নিয়েও মন্তব্য করতে পিছপা হননি, করণ বলেছিলেন, “হ্যাঁ, আমিশা অনেক বেশি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে থাকে ঠিকই। তবে কোথাও গিয়ে এটা আমার ঠিক মনে হয় না। আমিশা আমার কাছে একজন কো-স্টার মাত্র, আমার মনে হয় আমিশা নিজের ব্যক্তিগত জীবনে ভাল নেই। ” জিসম ২০০৩ সালে মুক্তি পায়, বিপাশা তাঁর তৎকালীন প্রেমিক জন আব্রাহামের সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন অমিত সাক্সেনা এবং প্রযোজক ছিলেন পূজা ভাট ও সুজিত কুমার সিং। জিসমও বিপাশার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিল।