Deepika Padukone: তাঁর সামনে কেন হ্যাম্পার দেওয়া হল আলিয়াকে; দীপিকা পণ করেছিলেন আর কোনওদিনও ‘কফি উইথ করণ’ শোতে যাবেন না

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 06, 2023 | 2:38 PM

Karan Johar: নিজেকে দেওয়া কথা রেখেছিলেন দীপিকা। তিনি সত্যিই আর কোনওদিনও 'কফি উইথ করণ'-এর শোতে যাননি। এবং হাজার অনুরোধ সত্ত্বেও তিনি যাবেন না। চোখের সামনে ঘটে যাওয়া করণের নেপোটিজ়ম তিনি মেনে নিতে পারেন না। এই ঘটনার পর থেকেই 'কফি উইথ করণ'-এর ব়্যাপিড ফায়ার রাউন্ডের ফরম্যাট পাল্টে যায়।

Deepika Padukone: তাঁর সামনে কেন হ্যাম্পার দেওয়া হল আলিয়াকে; দীপিকা পণ করেছিলেন আর কোনওদিনও কফি উইথ করণ শোতে যাবেন না
দীপিকা পাড়ুকোন এবং করণ জোহর।

Follow Us

কিছুদিন আগেই ‘কফি উইথ করণ’ সিজ়ন ৮ আসার ঘোষণা করেছেন করণ জোহর। এবং তারপর থেকেই নেটিজ়েনরা ভাবছেন কোন নয়া চমক থাকবে এই নতুন সিজ়নে। ঘোষণা পর্বে নিজেকে নিয়েই মস্করা করতে দেখা যায় করণকে। পুরনো সিজ়নের ঝলকে দেখিয়েছেন তিনি। সেই সঙ্গে সক্কলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, নতুন সিজ়ন আরও বেশি জোড়ালো এবং জমকালো হবে। এই সিজ়নেও সেলেব্রিটিরা আসবেন এবং মন খুলে কথা বলবেন।

গত সিজ়নে করণ কথা দিয়েছিলেন, তাঁর ‘কফি উইথ করণ’-এ অংশ নেবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তিনি আসেননি। অনুরাগীর আশাহত হয়েছিলেন। এই সিজ়নেও নাকি তিনি থাকছেন না। সূত্র বলছে, দীপিকা নাকি কোনওদিনই অংশ নেবেন না ‘কফি উইথ করণ’-এ। এর এক ব্যাখ্যাও আছে। যার জন্য দীপিকাকে দোষ দেওয়া যায় না।

শেষবার ‘কফি উইথ করণ’-এ করণের প্রিয় সেলেব আলিয়া ভাটের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন দীপিকা। ব়্যাপিড ফারায় রাউন্ডে মূল্যবান জিনিসে ঠাসা হ্যাম্পারটি করণ তুলে দিয়েছিলেন আলিয়ার হাতেই। এবং তাতেই মারাত্মক হতাশ এবং অসম্মানিত বোধ করেছিলেন দীপিকা। রাগের চোটে দীপিকা বলেও দিয়েছিলেন যে, তিনি জানতেন করণ হ্যাম্পারটি আলিয়াকেই দেবেন। তারপর থেকে তিনি নিজেকে কথা দিয়েছেন কোনওদিনও ‘কফি উইথ করণ’-এ অংশগ্রহণ করবেন না।

এই ঘটনায় কিন্তু দীপিকার অনুরাগীরাও ক্ষিপ্ত হয়েছিলেন করণের উপর। কেউ-কেউ বলেওছিলেন, “দীপিকা কথা রেখেছেন। তিনি আর কোনওদিন ‘কফি উইথ করণ’-এ যাননি। কেন এমন শোতে দিপু যাবেন, যেখানে পৃথিবীর সেরা আলিয়াই সব?” একজন লিখেছিলেন, “চোখের সামনে নেপোটিজ়ম দেখেও দীপিকা কেমন হাসছেন। এটাই আসল শিক্ষা।”

এই ধরনের ঘটনার পর সিজ়ন সেভেন থেকে ব়্যাপিড ফারায় রাউন্ডের ফরম্যাটে পরিবর্তন আনেন করণ। অতীতে তিনি নিজেই বিজেতা নির্বাচন করতেন রাউন্ডের। কিন্তু সপ্তম সিজ়ন থেকে অডিয়েন্স পোলের মাধ্যমে ব়্যাপিড ফায়ার রাউন্ডের বিজেতা নির্বাচিত হয়।

Next Article