আমির খানের প্রথম পক্ষের মেয়ে ইরা খান। বাবার মতো অভিনয় জগতে পা রাখেননি তিনি। মানসিক স্বাস্থ্য নিয়েই চর্চা করেন ইরা। সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে ক্যাম্পেন শুরু করেছেন আমির-কন্যা। কেন মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া প্রয়োজন তা নিয়েও নিয়মিত আপডেট শেয়ার করছেন তিনি। যে মেয়েকে জন্মাতে দেখেছেন একটা সময়, তাঁর মুখেই এ হেন সংবেদনশীল কথা শুনে অবাক সলমন খান। ইরার পোস্ট শেয়ার করে সলমন খান লিখেছেন, “কামাল হ্যায়! বাচ্চাটা তো বড় হয়ে গিয়েছে। কত শক্ত হয়ে গিয়েছে। কত বুঝদার হয়ে গিয়েছে। ভগবান তোমার মঙ্গল করুক বেটা”। সলমনের পোস্টে আবেগপ্রবণ ইরাও। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন তিনিও।
ইরা একজন সমাজকর্মী। আত্মহত্যার মতো ইচ্ছে জেগেছিল তাঁরও। সে কথাও অকপটে বলেছিলেন তিনি। এর আগে আত্মহত্যার প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ” এই বিষয়ে কারও সঙ্গে আলোচনা করতে ভয় পায়, অনেকেই হয়তো ভাবেন এই নিয়ে কথা বললে অন্যের মধ্যে তাঁর প্রভাব পড়তে পারে, কিন্তু এটা সত্যি নয়। কতটা ভয়, কতটা মানসিক চাপ থেকে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে কথা বলা ভীষণ জরুরি। তাঁদেরও বুঝতে হবে বা বুঝতে দিতে হবে যে, এমন একজন রয়েছে যার সঙ্গে এই বিষয় খোলা মনে কথা বলা যায় এবং তিনি এই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত হবেন না।” আপাতত তাঁর এই বিরাট কর্মকাণ্ডে সামিল সলমনও। পাশে পেয়েছেন বাবা আমির খানকেও।