ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজ রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল কেবলমাত্র মানুষ বাঁচবেই দাপুটে অভিনয়ের জোরে। কিছুদিনের মধ্যেই সেই সিরিজ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় চরম উন্মাদনা। সলমন-শাহরুখ খানের সঙ্গে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ি। তবে শাহরুখ সলমনের মতো পারিশ্রমিক তিনি কোনওদিনই পাননি। একের পর এক ভাল চরিত্রের প্রস্তাব এসেছে তার কাছে। কাজ করেছেন তিনি মন খুলে, কিন্তু তাতে আর্থিক দিক থেকে সেভাবে লাভবান কোনওদিনই হননি। মনোজ বাজপেয়ী এবার এমনই আক্ষেপ উগরে দিলেন অভিনেতা। তাঁর কথায় দ্য ফ্যামিলি ম্যান সিরিজে তিনি যে পারিশ্রমিক পেয়েছেন তা তাঁর ন্যায্য পারিশ্রমিকের থেকে অনেকটাই কম।
তিনি কোনওদিনই প্রথম সারিতে থাকা তাঁদের মত পারিশ্রমিক পাননি। অথচ নিজের কাজের বিচার করে তিনি জানান তার এর থেকে অনেক বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্যতা রয়েছে। মনোজ বাজপেয়ী, ছোট থেকেই চেয়েছিলেন অভিনয় জগতে দাপটের সঙ্গে রাজত্ব করতে। অভিনয় গুনে তিনি সেই জায়গা রাতারাতি তৈরি করে নিলেও কোথাও গিয়ে যেন আজও কিছু ফাঁক থেকে গিয়েছে টিনসেল টাউনের পক্ষ থেকে।
যা মাঝেমধ্যেই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অভিনেতাকে। বরাবরই স্পষ্ট কথা বলেন মনোজ, খুব একটা অহংকার বা আভিজাত্য নিয়ে চলা অভিনেতা তিনি নন। বরং যে চরিত্র হাতে পান, তাতেই ১০০ শতাংশ ঢেলে এক অন্য মাত্রায় চরিত্রটিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তিনি। সব ক্ষেত্রে তেমনটা না হলেও অধিকাংশ কাজই মনোজ বাজপেয়ীর বেশ উল্লেখযোগ্য। তবে কেন আজও পারিশ্রমিকের ক্ষেত্রে তিনি এতটা পিছিয়ে, এ প্রশ্ন থেকেই গিয়েছে তাঁর মনে। এদিন আক্ষেপের সুরে নিজেকে মনোজ সস্তার শ্রমিকের তকমা দিতেও পিছপা হননি।