সলমন খানের নামে বলিউডের রটনা নায়িকা প্রেমিকার সঙ্গে ব্রেকআপের পরেই নাকি তাঁরই মতো হুবহু দেখতে নায়িকাকে বলিউডে লঞ্চ করেন তিনি। এই যেমন ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ব্রেকআপের পর ভাইজান নিয়ে এসেছিলেন স্নেহা উল্লাললে। ‘লাকি’ ছবিতে তাঁকে দেখতে সবাই চমকে গিয়েছিল, সেই নীল চোখ, সেই মায়াবী লুক। ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পরেও ঘটেছিল একই ঘটনা। তাঁরই মতো দেখতে এক তন্বীর ডেবিউ হয়েছিল সলমনের হাত ধরেই। নাম জারিন খান।
জারিনকে মনে আছে নিশ্চয়ই? একটা সময় ক্যাটরিনার ‘সস্তা কপি’ হিসেবে সমালোচনাও হয়েছিল তাঁর। যেভাবে শুরু করেছিলেন বলিউডে সেভাবে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। সব সময় ক্যাটরিনার সঙ্গে তুলনা নিয়ে কী বক্তব্য তাঁর? জারিন জানান, প্রথম প্রথম ক্যাটরিনার সঙ্গে তুলনা করলে বেশ ভালই লাগত তাঁর। তাঁর কথায়, “প্রথম যখন ইন্ডাস্ট্রিতে এলাম নিজেকে হারিয়ে যাওয়া শিশু মনে হত, কাউকে চিনতাম না। আমি নিজের ক্যাটরিনার ফ্যান, ও খুব সুন্দরী। কিন্তু ক্রমাগত ওর সঙ্গে তুলনায় আমার মনে হয় আমার ক্ষতিই হয়েছে। কারণ আমার বিশেষত্ব প্রমাণ করার সুযোগই আমি পাইনি।”
তবে শুধুমাত্র হিন্দি ছবিতেই জারিন কাজ করেছেন এমন নয়। তামিল, পঞ্জাবি ও তেলুগু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউজফুল ২’-এও দেখা গিয়েছে তাঁকে। ‘হেট স্টোরি ৩’-এও অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও দেখা গিয়েছে তেলুগু ছবি ‘চানক্য’তে।