বাংলায় ছবির মুক্তি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পল্লবীর
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী বর্তমানে তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তাঁর স্ত্রী, অভিনেত্রী পল্লবী জোশী অভিনয় করছেন। তবে ছবিটি কিছু নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে, যারা একে ‘প্রচারণামূলক’। এই পরিস্থিতির মধ্যেই, পল্লবী জোশী—যিনি ছবিটির প্রযোজকও—রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি খোলা চিঠি লিখে নিরাপত্তা চেয়েছেন। বিবেক অগ্নিহোত্রী তাঁর এক্স প্রোফাইলে ওই চিঠি শেয়ার করেছেন।

বিবেক রঞ্জন অগ্নিহোত্রী বর্তমানে তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তাঁর স্ত্রী, অভিনেত্রী পল্লবী জোশী অভিনয় করছেন। তবে ছবিটি কিছু নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে, যারা একে ‘প্রচারণামূলক’। এই পরিস্থিতির মধ্যেই, পল্লবী জোশী—যিনি ছবিটির প্রযোজকও—রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি খোলা চিঠি লিখে নিরাপত্তা চেয়েছেন। বিবেক অগ্নিহোত্রী তাঁর এক্স প্রোফাইলে ওই চিঠি শেয়ার করেছেন।
পল্লবী জোশী চিঠিতে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে সাহায্যের জন্য নয়, বরং সুরক্ষার জন্য আবেদন করছি। ‘দ্য বেঙ্গল ফাইলস’—‘দ্য ফাইলস ট্রিলজি’-র শেষ অধ্যায়—৫ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি তুলে ধরেছে বহুদিন ধরে দমন করে রাখা সেই সত্য, যা হলো ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-তে হিন্দু গণহত্যা, নোয়াখালির বিভীষিকা এবং দেশভাগের যন্ত্রণার কাহিনি।”
চিঠিতে অভিনেত্রী লিখেছেন, বাংলা সিনেমা হলের মালিকরা তাঁদের জানিয়েছেন, হুমকির মুখোমুখি হয়েছেন, যাঁরা এই ছবি দেখানোর কথা ভেবেছেন। সিনেমা হলে অশান্তি হতে পারে, সেই ভয় পেয়ে তাঁরা ছবি দেখাতে পারছেন না। যোশী তাঁর চিঠিতেই আবেদন করেছেন যে, তাঁদের দেশের সাংবিধান অনুযায়ী পাওয়া অধিকার যেন খর্ব না হয়। তাঁরা যেন এই ছবি বাংলার সিনেমা হলে দেখাতে পারেন। এই চিঠির ব্যাপারটি সামনে এলেও, বাংলার নামী সিনেমাহলগুলোতে আপাতত এই ছবির কোনও শো দেওয়া হয়নি। দেশের অন্য শহরে এই ছবি মুক্তি পাচ্ছে। যদিও এখনও পর্যন্ত অগ্রিম বুকিং অনুযায়ী ছবিটি নিয়ে দর্শকের বিপুল উৎসাহের ছবি নজরে আসছে না।
