AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ! প্রয়াত ‘পঞ্চায়েত ২’ খ্যাত অভিনেত্রীসহ ৯

ভোজপুরি ছবির পরিচিত মুখ ছিলেন আঁচল। ক্রমশ হিন্দি ছবিতেও কাজ করতে শুরু করেছিলেন তিনি। পঞ্চায়েত ওয়েব সিরিজে খুব ছোট চরিত্রে অভিনয় করলেও তাঁর কাজ বেশ ভাল লেগেছিল দর্শকদের।

ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ! প্রয়াত 'পঞ্চায়েত ২' খ্যাত অভিনেত্রীসহ ৯
দুর্ঘটনায় প্রয়াত অভিনেত্রী।
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 7:09 PM
Share

ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘পঞ্চায়েত ২’ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি। সোমবার বিহারের কাইমুর অঞ্চলে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছে আঁচল সহ আরও ৯ জন। পুলিশ সূত্রে খবর, কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় NH 2-এ দেবকালীর কাছে একটি গাড়ি প্রথমে এক বাইকে ধাক্কা দেয়। এর পরেই গাড়ি ও বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায়। আর তারপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বিপরীত দিক দিয়ে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই দুই গাড়ির ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীসহ গাড়ির যাত্রীদের। ওই গাড়িতেই ছিলেন আঁচল। মৃত্যু হয় তাঁরও। তবে শুধু আঁচলই নন, গাড়িতে ছিলেন ভোজপুরি গায়ক ছোটু পান্ডে, তাঁর ভাগ্নে অনু পান্ডেও। ছিলেন সিমরন শ্রীবাস্তব নামক এক উঠতি অভিনেত্রীও। সকলেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাক চালক পলাতক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।”

ভোজপুরি ছবির পরিচিত মুখ ছিলেন আঁচল। ক্রমশ হিন্দি ছবিতেও কাজ করতে শুরু করেছিলেন তিনি। পঞ্চায়েত ওয়েব সিরিজে খুব ছোট চরিত্রে অভিনয় করলেও তাঁর কাজ বেশ ভাল লেগেছিল দর্শকদের। তাঁর নিদারুণ পরিণতিতে ভেঙে পড়েছেন পরিবারের প্রিয়জনেরা। পরিবার যাতে দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন, সেই কামনাই করেছেন তাঁর কাছের মানুষেরা।