মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২:দ্য রুল’। প্রায় ২৪ মাস অর্থাত্ দু’বছর ধরে শুটিং হয়েছে এই ছবির। বহু পরিশ্রমের ফসল এই ছবি। দেশের প্রতিটি কোণায় যাতে দর্শক এই ছবি সম্পর্কে জানতে পারে সেই অনুযায়ী প্রচার কৌশল করছে গোটা টিম। নানা ধরনের পরিকল্পনা চলেই যাচ্ছে। সেই অনুযায়ী ‘পুষ্পা ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পরিকল্পনা করেছিলেন তাঁরা। গত ১৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। পাটনার গান্ধী ময়দানে এলাহি আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা সহ ছবির গোটা টিম। প্রিয় নায়ক-নায়িকাদের দেখতে ময়দানে ভিড় জমিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। তবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল বেশ আঁটসাঁট। কিন্তু নায়ককে একবার ছুঁয়ে দেখার প্রচেষ্টা ছাড়েননি কেউ। উপচে পড়া ভিড়, দর্শকের উন্মাদনা দেখে আপ্লুত ছবির নায়ক নায়িকা।
প্রথমের দিকে তেমন ভিড় হয়নি।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। এমনকি তাঁদের দেখতে সাউন্ড টাওয়ারেও উঠে পড়েন অনেকে। পাটনায় নায়ক নায়িকার এত ভক্তসংখ্যা কেউ কল্পনাও করতে পারেননি। ট্রেলার লঞ্চের মঞ্চ থেকে ভক্তদের উদ্দেশ্যে নায়ক বলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”
তিনি আরও বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, পুষ্পাকে এই পর্যায় ভালবাসা দেখানোর জন্যে। আপনাদের ভালবাসাই পুষ্পা ২-কে গত দুই বছরের সব থেকে বেশি চর্চিত ছবি করে তুলেছে। আমার বলা ধন্যবাদ আপনাদের ভালবাসার কাছে মোটেও যথেষ্ট নয়। স্থানীয় পুলিশ, আয়োজক এবং আমার ভক্তদের সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।”