টলিউডে কাজ ছিল না, খাবারের দোকান খুলেছিলেন পরিচালক, এবার কী?
পরিচালক অয়ন সেনগুপ্ত ছোটপর্দায় নিয়মিত কাজ করতেন। তবে গত বছর তিনি নিজের আর্থিক সমস্যার কথা প্রকাশ্যে আনেন। কোনও কাজ হাতে না থাকায়, স্ত্রীর সঙ্গে তৈরি করে ফেলেন পেটুক নামের একটা খাবারের দোকান। এলাহি কিছু নয়। তবে রাস্তায় ছিমছাম দোকানের সহজ মেনু দেখে ভিড় জমাতে শুরু করেন অনেকে। টলিপাড়ায় পরিচালকের বন্ধুদের অনেকে পৌঁছে যান এই দোকানে। পরিচালনা বা অভিনয়ের কাজ করেন, তবে হাতে কাজ না থাকায় অন্য কোনও পেশা বেছে নিতে হয়েছে, এরকম অনেকেই রয়েছেন টলিউডে।

পরিচালক অয়ন সেনগুপ্ত ছোটপর্দায় নিয়মিত কাজ করতেন। তবে গত বছর তিনি নিজের আর্থিক সমস্যার কথা প্রকাশ্যে আনেন। কোনও কাজ হাতে না থাকায়, স্ত্রীর সঙ্গে তৈরি করে ফেলেন পেটুক নামের একটা খাবারের দোকান। এলাহি কিছু নয়। তবে রাস্তায় ছিমছাম দোকানের সহজ মেনু দেখে ভিড় জমাতে শুরু করেন অনেকে। টলিপাড়ায় পরিচালকের বন্ধুদের অনেকে পৌঁছে যান এই দোকানে। পরিচালনা বা অভিনয়ের কাজ করেন, তবে হাতে কাজ না থাকায় অন্য কোনও পেশা বেছে নিতে হয়েছে, এরকম অনেকেই রয়েছেন টলিউডে।
পেটুক-এর এক বছরে নতুন কিছু করতে চান অয়ন, সে কথা জানা গেল। TV9 বাংলাকে অয়ন জানালেন, ”যেহেতু এক বছর হচ্ছে, পনিরের একটা আইটেম আর ফিশ ব্যাটার ফ্রাই রাখার ইচ্ছা আছে। যেহেতু রাস্তায় দোকান, সেই কারণে বর্ষাকালে খুব সমস্যায় পড়েছি। তাই চাইছি, দোকান তৈরি করতে না পারি, অন্তত একটা ফুড কার্ট যদি তৈরি করতে পারি। কিছু টাকা জমাচ্ছি তার জন্য।”
এখন ধারাবাহিকে অভিনয়ের কাজ পাচ্ছেন অয়ন। তা হলে কি দোকান আর রাখবেন? অয়নের উত্তর, ”আমি শুটিং না থাকলে সারাক্ষণ দোকান নিয়েই থাকি। যখন থাকতে পারি না, আমার টিমের একটি ছেলে আর আমার স্ত্রী দু’ জনে দোকান সামলান। আমার যখন কোনও কাজ ছিল না, সেই ক্রাইসিসের সময়ে আর্থিক দিক থেকে আর মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। সেই সময়ে এই দোকানটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। তাই দোকান বন্ধ করে দেওয়ার কথা কখনওই ভাবি না।” এই দোকানের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। হয়তো বাধ্য হয়েই দোকান খুলেছিলেন, তবে পথচলাটা উপভোগ করেছেন পরিচালক আর তাঁর পরিবারের সদস্যরা, সে কথা জানালেন।
২১ তারিখ পেটুক-এর এক বছরের জন্মদিন। আজকে একটা ফেসবুক লাইভ করার ইচ্ছা রয়েছে পরিচালকের, সে কথা জানালেন। আগামী দিনে পেটুক-এর পথচলা কেমন হবে, সেটা দেখার অপেক্ষা।
