বড়দিনে বড় চমক প্রতীমের, প্রকাশ্যে ‘চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল’-এর পোস্টার

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 15, 2024 | 9:43 AM

যে কোনও ফেস্টিভ সিজনেই বাঙালি সিনেমা দেখতে যেতে পছন্দ করে। তা সে দুর্গাপুজো হোক কিংবা ক্রিসমাস। তাই তো বড়দিনেই দারুণ এক চমক নিয়ে আসতে চলেছেন প্রতীম ডি গুপ্তা। অ্যাকশন-থ্রিলারের মিশেলে পরিচালক তৈরি করেছেন 'চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল' ছবিটি।

বড়দিনে বড় চমক প্রতীমের, প্রকাশ্যে চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল-এর পোস্টার

Follow Us

যে কোনও ফেস্টিভ সিজনেই বাঙালি সিনেমা দেখতে যেতে পছন্দ করে। তা সে দুর্গাপুজো হোক কিংবা ক্রিসমাস। তাই তো বড়দিনেই দারুণ এক চমক নিয়ে আসতে চলেছেন প্রতীম ডি গুপ্তা। অ্যাকশন-থ্রিলারের মিশেলে পরিচালক তৈরি করেছেন ‘চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল’ ছবিটি। ছবিতে বিভিন্ন চরিত্রে দর্শক দেখবেন টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী এবং ইন্দ্রজিত্‍ বসুকে। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

তবে জানেন কি এই ছবির সবচেয়ে বড় চমক কী? এই ছবিতে টোটা এবং শান্তনুর যুগলবন্দি দেখেছিলেন দর্শক। সম্প্রতি কলকাতার একটি পাবে ঊষা উত্থুপের গানে নাচতে দেখা গিয়েছে তাঁদের। প্রতীমের ছবিতে দুই অভিনেতাকে আইটেম গানে দেখা যাবে। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন যে , ” আমরা দর্শকের জানাতে চাই যে আগামী ২০ ডিসেম্বর আমাদের ছবি সিনেমা হল এ আসছে। সবাই বলতে চায় আমাদের কাছে সবচেয়ে বড় ফিল্ম আছে, সবচেয়ে বড় গান আছে, আমাদের ছবিতেও অনেক নতুন চমক আছে কিন্তু আমরা সবচেয়ে বড় পোস্টার দিয়ে প্রচার শুরু করছি ৷”

উল্লেখ্য, এতজন নায়কদের পাশে অভিনেত্রী রাইমা সেনকে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, “আমি সবসময় ভাল মানের গল্পকেন্দ্রিকচলচ্চিত্র নির্মাণে বিশ্বাসী। চলচিত্র দ্য ফ্রেম ফ্যাটেল হল আরেকটি ভিন্ন ঘরানার থ্রিলার ফিল্ম যা ২০ ডিসেম্বর মুক্তি পাবে।অভিনেতারা এবং কলাকুশলীরা এই প্রকল্পে তাঁদের হৃদয় দিয়ে দিয়েছেন। আমরা সবাই এখন এই ছবি মুক্তির অপেক্ষায় । আমি বিশ্বাস করি যে তাঁরা বড়দিনে একটি দারুণ ট্রিট পাবেন।”

Next Article