AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথায় চুল কম, চেহারা ভারী, কেমন ছবি সামনে এল প্রভাসের?

লক্ষণীয় এই বছর বড়পর্দায় মুক্তি পাবে 'বাহুবলী'। প্রথম আর দ্বিতীয় ভাগ মিলিয়ে নতুন ভার্সান তৈরি করা হচ্ছে। সেই ছবি আবার বক্স অফিসে ঝড় তুলতে পারে, এমন মনে করছেন প্রভাসের অনুরাগীরা।

মাথায় চুল কম, চেহারা ভারী, কেমন ছবি সামনে এল প্রভাসের?
| Edited By: | Updated on: Jul 18, 2025 | 7:58 AM
Share

সুপারস্টার প্রভাসের অনুরাগীরা ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। ‘বাহুবলী’ করার পর থেকে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে বহুগুণ। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি নায়কের এমন একটা ছবি ভাসিয়ে দেওয়া হয়েছে, যা দেখে বিরক্ত অনুরাগীরা। সেই ছবিতে দেখা যাচ্ছে প্রভাসের মাথার চুল অনেকটাই পড়ে গিয়েছে। তাঁর ওজন বেড়ে গিয়েছে অনেকটা।

অথচ বড়পর্দায় নায়ককে একেবারে অন্যরকম দেখতে লাগে। এই ছবিতে দাবি করা হয়েছে প্রভাস নাকি জনসমক্ষে আসার জন্য উইগ ব্যবহার করেন। তা হলে এরকম ছবি তিনি তুলতে দেবেন, সেটাই বা হয় কী করে? এই ব্যাপারে নায়কের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনা একেবারেই নতুন নয়। প্রভাসকে আসলে বেশ বয়স্ক দেখতে, মানে বড়পর্দায় তাঁকে যেভাবে দেখা যায়, প্রভাসকে দেখতে আসলে সেরকম নয়, এ কথা আগেও সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন।

এই বছর এআই দিয়ে তারকাদের যেসব ছবি তৈরি করে ভাসিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে কোনটা সত্য়ি, কোনটা মিথ্যে বোঝা মুশকিল। প্রভাসের এক অনুরাগী লিখেছেন, ”দেখে মনে হচ্ছে, এই ছবিটা ফেক। তাই এটা নিয়ে চর্চা করা ঠিক নয়।” আবার এক সিনেমাপ্রেমীর বক্তব্য, ”অনেক তারকাকেই বড়পর্দায় যেমন দেখতে লাগে, আসলে তেমন দেখতে নন। এর সবচেয়ে বড় উদাহরণ রজনীকান্ত। তাই প্রভাসের এই ছবিটা সত্যি হলেও, কোনও ক্ষতি নেই।”

লক্ষণীয় এই বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী’। প্রথম আর দ্বিতীয় ভাগ মিলিয়ে নতুন ভার্সান তৈরি করা হচ্ছে। সেই ছবি আবার বক্স অফিসে ঝড় তুলতে পারে, এমন মনে করছেন প্রভাসের অনুরাগীরা।