কলকাতায় এলে ভালবাসা এবং সম্মান পাই: প্রিন্স নারুলা

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: সুমন মহাপাত্র

Mar 11, 2021 | 1:53 PM

‘রোডিস’-এর অ্যান্থেম গান লঞ্চ করতে সদ্য কলকাতায় এসেছিলেন প্রিন্স। কলকাতা এমন এক শহর, যার সম্পর্কে বাইরে থেকে আসা যে কোনও তারকারই একটা আলাদা কৌতূহল কাজ করে। প্রিন্সও ব্যতিক্রম নন।

কলকাতায় এলে ভালবাসা এবং সম্মান পাই: প্রিন্স নারুলা
প্রিন্স নারুলা।

Follow Us

প্রিন্স নারুলা। নামটা শুনলে চোখের সামনে কী ভেসে ওঠে? চুলের বাহারি স্টাইল নাকি শরীর জুড়ে ট্যাটু? কোনটা পছন্দ করবেন, সেই কনফিউশন প্রিন্সের অনুরাগীদের মধ্যে রয়েছে বটে। সেই প্রিন্স সদ্য ঘুরে গেলেন কলকাতায়।

‘এম টিভি রোডিস’ বা ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শো তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রিন্স এই দুটো রিয়ালিটি শো থেকেই মূলত জনপ্রিয়তা পেয়েছেন। ‘এম টিভি রোডিস ১২’-র বিজেতা তিনি। ২০১৬ থেকে রণবিজয় সিং, নেহা ধুপিয়া, নিখিল চিনাপা, রাফতারের মতো শিল্পীর সঙ্গে এই শোয়ের গ্যাং লিডার প্রিন্সও। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা প্রিন্স একের পর এক রিয়ালিটি শো-এ অংশ নিয়েছেন। পাশাপাশি করেছেন অভিনয়ও।

আরও পড়ুন, করিনাকে ‘বেবো মা’ বলে কে ডাকেন? রহস্য ফাঁস করলেন নায়িকা স্বয়ং

‘রোডিস’-এর অ্যান্থেম গান লঞ্চ করতে সদ্য কলকাতায় এসেছিলেন প্রিন্স। কলকাতা এমন এক শহর, যার সম্পর্কে বাইরে থেকে আসা যে কোনও তারকারই একটা আলাদা কৌতূহল কাজ করে। প্রিন্সও তার ব্যতিক্রম নন।

কলকাতা সম্পর্কে নিজের ভাল লাগার কথা বলতে গিয়ে প্রিন্স বলেন, “কলকাতায় আসতে সব সময়ই ভাল লাগে। এই নিয়ে পাঁচ থেকে ছ’বার কলকাতা এলাম। আমার পরিচিতরা সব সময় কলকাতায় নতুন নতুন খাবার খেয়ে দেখার সাজেশন দেন। কিন্তু শিল্পী হিসেবে আমি কলকাতা থেকে আমি সম্মান এবং ভালবাসা আশা করি। আর কলকাতা সব সময় সেটা দিয়েছে আমাকে। সে কারণেই এই শহরে আসতে এত ভাল লাগে আমার।”

আরও পড়ুন, শুটিংয়ে ফিরছেন শুভশ্রী, এ বার তিনি সাংবাদিকের ভূমিকায়

Next Article