করিনাকে ‘বেবো মা’ বলে কে ডাকেন? রহস্য ফাঁস করলেন নায়িকা স্বয়ং
সামাইরাকে আদর করে করিনা সাম্মু বলে ডাকেন। তিনি সামাইরাকে ‘ফার্স্ট বর্ন বেবি’-র আখ্যা দিয়েছেন। আসলে সামাইরাই পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান। করিশ্মার এক ছেলেও রয়েছে। তার নাম কিয়ান।
করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) দুই সন্তান। তৈমুর আলি খান বড় ছেলে। আর ছোট ছেলের নাম এখনও প্রকাশ্যে আনেননি তিনি। এছাড়াও এমন একজন রয়েছেন, যিনি নাকি করিনাকে ‘বেবো মা’ বলে ডাকেন। এতদিনে সেই রহস্য ফাঁস করলেন করিনা!
আসলে করিশ্মা কাপুরের মেয়ে সামাইরা কাপুরের আজ জন্মদিন। সম্পর্কে করিনা তার মাসি। কিন্তু করিনাকে সামাইরা ‘বেবো মা’ বলে ডাকে। এই তথ্য জানিয়েছেন করিনা স্বয়ং।
View this post on Instagram
সামাইরাকে আদর করে করিনা সাম্মু বলে ডাকেন। তিনি সামাইরাকে ‘ফার্স্ট বর্ন বেবি’-র আখ্যা দিয়েছেন। আসলে সামাইরাই পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান। করিশ্মার এক ছেলেও রয়েছে। তার নাম কিয়ান।
২০০৩-এ পেশায় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা। কিন্তু সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬-এ তাঁদের দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু দুই সন্তানকে নিজের কাছে রেখেই বড় করছেন করিশ্মা। ফলে কাপুর পরিবারের সব আত্মীয়দের মাঝেই বেড়ে উঠছে সামাইরা এবং কিয়ান। করিশ্মার সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের পর প্রিয়া সচদেব কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। কিন্তু করিশ্মা এখনও পর্যন্ত আর বিয়ে করেননি।
আরও পড়ুন, বলিউড ডেবিউর শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী, লুক কি শেয়ার করলেন নায়িকা?
করিনার শেয়ার করা ছবিটি বেশ কয়েক বছরের পুরনো সামাইরা এখন কিশোরী। কিন্তু ছবিতে সে যথেষ্ট ছোট। পাশে রয়েছে ভাই কিয়ানও। আর করিনার চেহারাতেও ধরা পড়েছে কয়েক বছর আগের তারুণ্য। সব মিলিয়ে বৃহস্পতিবার সকালে যেন ডাউন মেমরি লেনে হাঁটলেন করিনা।