বলিউড ডেবিউর শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী, লুক কি শেয়ার করলেন নায়িকা?

এই ছবির নাম ‘সনক’। ডেবিউ ছবিতে বিদ্যুৎ জামালের সঙ্গে ফ্রেম শেয়ার করবেন রুক্মিণী। তিনি আগেই জানিয়েছেন, বলিউড ডেবিউ বলে এ ছবি আলাদা কিছু নয়। তাঁর কাছে ছবির গল্পই আসল। ফলে যেখানে ভাল গল্প পাবেন, তিনি কাজ করতে আগ্রহী।

বলিউড ডেবিউর শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী, লুক কি শেয়ার করলেন নায়িকা?
রুক্মিণী মৈত্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2021 | 1:59 PM

রাত প্রায় দেড়টা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। সবুজ রঙা হুডি। মেকআপও রয়েছে। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) রুক্মিণী মৈত্র (RUKMINI MAITRA)। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্যাক আপ’। কিন্তু লুক দেখাতে চান না তিনি। তার বিশেষ কারণও রয়েছে। এই মুহূর্তে মুম্বইতে শুটিং করছেন রুক্মিণী। চলছে তাঁর বলিউড ডেবিউের কাজ। সে কারণেই এখনই লুক প্রকাশ্যে আনতে পারবেন না অভিনেত্রী।

কখনও রবিবারও শুটিংয়ে ব্যস্ত থাকছেন রুক্মিনী। কখনও বা নারী দিবসে তাঁর সোশ্যাল ওয়ালে থাকছেন সেটের সব মহিলা সদস্যরা। কখনও বা মায়ের জন্মদিন পালন হচ্ছে শুটিংয়ের ফাঁকে মুম্বইতেই। সেই সেলিব্রেশনে পৌঁছে গিয়েছিলেন দেবও। সব মিলিয়ে রুক্মিণীর মুম্বই শুটিং পর্ব যে জমে উঠেছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরেছেন নায়িকা।

এই ছবির নাম ‘সনক’। ডেবিউ ছবিতে বিদ্যুৎ জামালের সঙ্গে ফ্রেম শেয়ার করবেন রুক্মিণী। তিনি আগেই জানিয়েছেন, বলিউড ডেবিউ বলে এ ছবি আলাদা কিছু নয়। তাঁর কাছে ছবির গল্পই আসল। ফলে যেখানে ভাল গল্প পাবেন, তিনি কাজ করতে আগ্রহী।

বছর চারেক আগে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওর্য়াড’ এর মতো ছবি করে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইৎজারল্যান্ড’– এ অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়োন রুক্মিণী। বিপুল শাহের মতো ‘হেভি ওয়েট’ প্রযোজকের হাত ধরে বলিউডে ডেবিউ নিয়ে নিঃসন্দেহে খুশি তাঁর অনুরাগীরা।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সনক’ অ্যকাশন– থ্রিলার। বিপুল শাহের সঙ্গে বিদ্যুৎ জামালের এটি পঞ্চম ছবি হতে চলেছে। তিনি এবং রুক্মিণী ছাড়াও চন্দন রায় সান্যাল, নেহা ধুপিয়ার মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হবে এই ছবি।

আরও পড়ুন, বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মানালি, অমৃতসর বেড়ালেন জিৎ