প্রিয়াঙ্কা চোপড়া, মাস গেলে মোটা টাকা আয় করেন তিনি। জোনাস পরিবারের বউ বলে কথা। বলিউড তথা হলিউড এই সেলেবের লাইফস্টাইল যে চমকে দেওয়ার মতো হবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ একটাই, প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই স্টাইল আইক্যুন। তাঁর ফ্যাশন থেকে শুরু করে সেলফি পোজ়, সকলেই ফলো করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই সেলেব এবার সকলকে চমকে দিয়ে সামনে আনলেন এক অন্য ছবি। সেজে উঠল এমন এক নেকলেসে যার দামে ২ টো মন্নত হয়ে যাবে। বর্তমানে শাহরুখ খান মুম্বই শহরের সব থেকে দামি বাড়িতে থাকেন। নাম মন্নত। যাঁরা মুম্বই ভ্রমণে যান, তাঁদের কাছে এটা অন্যতম আকর্ষণীয় জায়গা। মন্নতের সামনে গিয়ে একটা ছবি তোলার স্বপ্ন দেখেন বহু ভক্তরাই। সেই মন্নত দুটো হয়ে যেত এই একটা নেকলেসের যা দাম।
Bvlgari’s Serpenti Aeterna-র এই নেকলেসের আভিজাত্যই আলাদা। যার দাম ৩২০ কোটি টাকারও বেশি। প্রিয়াঙ্কার গলায় হীরের এই নেকলেস দেখে এক কথায় চোখ যেন কপালে উঠল একশ্রেণির। এও সম্ভব! এত দামি একটা নেকলেস প্রিয়াঙ্কার গলায়! বলিউডের বাঘা বাঘা সেলেবের মোট সম্পত্তির পরিমাণই এত নয়, যা প্রিয়াঙ্কার এই একটি নেকলেসের দাম। সকলেই যে ছবি দেখে প্রায় অবাক হয়েই রইলেন। এই নেকলেসটি তৈরি করা হয়েছে মোট ২৮০০ ঘণ্টা ধরে। তবে প্রিয়াঙ্কার নিজের সম্পত্তি নেহাতই কম নয়।
প্রিয়াঙ্কা চোপড়া কত কোটির মালিক? সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ৬৯০ কোটির মালিক তিনি। অন্যদিকে নিক জোনাস হলেন ৫৮২ কোটি টাকার মালিক। অর্থাৎ সম্পত্তির দিক থেকে সব সময় এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়াই।