বলিউডে সফল কেরিয়ার তাঁর। হলিউডেও পাড়ি দিয়েছেন বহুদিন হল। গানও গাইতে পারেন বেশ ভাল। রয়েছে নিজের মিউজিক স্টুডিও। এবার লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকাশিত হয়েছে তাঁর প্রথম বই ‘আনফিনিশড’। স্ত্রী লেখিকা হিসেবে নতুন পরিচয় তৈরি করছেন, বইও প্রকাশ পেয়েছে, আর স্বামী অভিনন্দন জানাবেন না, তা কী করে হয়।
My beautiful wife @priyankachopra just added PUBLISHED AUTHOR to her already long list of achievements! Unfinished is out now! Congratulations Pri! You are all going to love this book.
— Nick Jonas (@nickjonas) February 9, 2021
স্ত্রী’র এই সাফল্যে দারুণ খুশি নিক জোনাস। পিগি চপসের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মার্কিন পপ তারকা। টুইট করে নিক লিখেছেন, “আমার সুন্দর স্ত্রী প্রিয়াঙ্কা এখন প্রকাশিত বইয়ের লেখক। কৃতিত্বের দীর্ঘ তালিকায় এক নতুন সংযোজন। আনফিনিশড এখন প্রকাশিত হয়েছে। অভিনন্দ প্রি।” পাশাপাশি নিক এও বলেছেন যে, প্রিয়াঙ্কার এই বই সকলেরই পড়ে ভাল লাগবে। অন্য দিকে নিক জোনাসের এই টুইটের স্ক্রিনশট আবার ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সঙ্গে লিখেছেন, “থ্যাঙ্ক ইউ বেব। ইউ আর দ্য বেস্ট।”
সত্যিই প্রিয়াঙ্কার সাফল্য এবং কৃতিত্বের তালিকা মোটেই ছোট নয়। অভিনেত্রী হওয়ার পাশাপাশি আরও অনেক ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন তিনি। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা একজন টেক-ইনভেস্টর। সদ্যই একটি হেয়ার কেয়ার ব্র্যান্ড নিয়েও কাজ করছেন তিনি। এত কিছুর পাশাপাশি এ বার লেখিকা হিসেবেও ডেবিউ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে ২০১৩ সালে ‘লাইক ইন মাই সিটি’ গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।