বাংলাদেশে অরাজকতা চরমে! লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হিরো আলম সহ এক নায়িকার বিরুদ্ধে
Bangladesh Gossip: কয়েক মাস আগের কথা। দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরমে তখনই গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ অনেক মামলা দায়ের হয়েছে। হাসিনা বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। এই উত্তপ্ত পরিবেশের মধ্যে বিতর্কে জড়ালেন ওপার বাংলার আরও এক অভিনেত্রী।
কয়েক মাস আগের কথা। দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরমে তখনই গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ অনেক মামলা দায়ের হয়েছে। হাসিনা বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। এই উত্তপ্ত পরিবেশের মধ্যে বিতর্কে জড়ালেন ওপার বাংলার আরও এক অভিনেত্রী। তিনি হলেন অপু বিশ্বাস। বাংলাদেশের অন্যতম আলোচিত নায়িকা তিনি। ব্যক্তিগত জীবন থেকে পেশা জীবন বিভিন্ন বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। তবে শুধু শাকিব খানের প্রাক্তন স্ত্রী নন বিতর্কে জড়িয়েছেন ইউটিউবার হিরো আলমও। বাংলাদেশি প্রযোজক সিমি ইসলাম তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিন্তু অভিযোগ কী?
সিমির দাবি, তাঁর ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু এবং জাহিদুল ইসলাম। এই বিষয়টি নিয়ে কিছু দিন আগেই একটি জেনারেল ডায়েরি করেছিলেন প্রযোজক সিমি। প্রযোজক পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসা পাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কোনও সমাধান না পেয়ে দ্বারস্থ হন আদালতের। মামলার নথি সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অগস্ট মাসে অপু এবং জাহিদুল মিলে তাঁর ইউটিউব চ্যানেল হ্যাক করেন। পরে অপু তাঁকে আশ্বাস দিয়েছিলেন চ্যানেল ফিরিয়ে দেবেন। কিন্তু কথা রাখেননি। তাই বাধ্য হয়ে ২৮ অক্টোবর সাধারণ ডায়েরি করেন সিমি।
বিষয়টি জানার পর মধ্যস্থতা করতে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করেন। তার পর অপু বিশ্বাসের তরফ থেকে ১০ লক্ষ টাকা চাওয়া হয়। দাবি সিমির। প্রযোজক জানিয়েছেন, অনেক দর কষাকষির পর হিরো আলমকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও সমাধান হয়নি। তাই আদলতের দ্বারস্থ হয়েছেন তিনি।