AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভ-রেখার আলাপ কতজন দেখেছেন? প্রশ্ন ছুুঁড়ে দিলেন প্রসেনজিত্‍

সম্প্রতি মুম্বইয়ে একটা সাক্ষাত্‍কারে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় কথা বললেন অমিতাভ বচ্চন অভিনীত 'আলাপ' ছবিটা নিয়ে। এই ছবির পোস্টারে দেখা যায় অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার ছবি। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার রসায়ন বড়পর্দায় ছিল দেখার মতো, সে কথা আজও মানেন দর্শকরা। একজন সুপারস্টারের কোন ধরনের ছবি নির্বাচন করা উচিত, তা নিয়েই চলছিল আলোচনা।

অমিতাভ-রেখার আলাপ কতজন দেখেছেন? প্রশ্ন ছুুঁড়ে দিলেন প্রসেনজিত্‍
| Edited By: | Updated on: Jun 24, 2025 | 7:40 AM
Share

সম্প্রতি মুম্বইয়ে একটা সাক্ষাত্‍কারে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় কথা বললেন অমিতাভ বচ্চন অভিনীত ‘আলাপ’ ছবিটা নিয়ে। এই ছবির পোস্টারে দেখা যায় অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার ছবি। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার রসায়ন বড়পর্দায় ছিল দেখার মতো, সে কথা আজও মানেন দর্শকরা। একজন সুপারস্টারের কোন ধরনের ছবি নির্বাচন করা উচিত, তা নিয়েই চলছিল আলোচনা।

প্রসেনজিত্‍ বললেন, ”আমরা যে তারকাসত্তার কথা বলি, সেই নিরিখে অমিতাভ বচ্চনের উপরে কেউ নেই। আমরা অমিতাভ বচ্চনের ছবি মুক্তি পেলে প্রথম দিনের প্রথম শো দেখার জন্য মুখিয়ে থাকতাম। অমিতাভ বচ্চন অভিনীত ‘দিওয়ার’ ছবিটা নিয়ে আমরা সকলেই কথা বলি। কিন্তু ‘আলাপ’ ছবিটা নিয়ে কতজন জানেন? অমিতাভ বচ্চন যদি সেই সময়ে ‘আলাপ’-এর মতো ছবি নির্বাচন করতে পারেন, তা হলে আমি পারব না কেন নানা ধরনের চরিত্র নির্বাচন করতে?”

সুপারস্টার হয়েও বিভিন্ন ধরনের চরিত্র করার দিকে প্রসেনজিতের যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সেখানে অমিতাভ বচ্চন যে তাঁকে ভীষণই অনুপ্রাণিত করেছেন, সেটা বোঝা গেল বাংলার সুপারস্টারের কথা শুনে। যে কারণে গৌতম ঘোষ পরিচালিত ছবি ‘মনের মানুষ’-এ প্রসেনজিত্‍ লালন ফকিরের চরিত্র করেছেন। ‘জাতিস্মর’-এ কুশল হাজরার মতো চরিত্র করেছেন। ‘শেষ পাতা’ ছবিতেও প্রসেনজিতের চরিত্র তাক লাগিয়ে দেওয়ার মতো। গ্ল্যামারাস নায়কের যে লুক, তা ভেঙে বহুবার অন্যরকম চরিত্রে অভিনেতা হিসাবে নিজেকে নিংড়ে দিয়েছেন প্রসেনজিত্‍। যে প্রবণতা বলিউডের সুপারস্টার আমির খানের মধ্যেও দেখা যায়। এই লক্ষ্যে অমিতাভ বচ্চন যে পথপ্রদর্শক, সেটাই মনে করিয়ে দিলেন প্রসেনজিত্‍।