প্রসেনজিতের হাতে বেদম মার, নায়কের জন্য কী ভাবে ভাগ্যের চাকা ঘোরে ‘ভিলেন’ সুসীমের?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 03, 2025 | 9:00 PM

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু 'অ্যাকশন' দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। ঘাড় অবধি লম্বা লম্বা চুল। মুখে চাপ দাড়ি। বড় বড় চোখ। তাঁকে দেখলেই প্রথমে একটু হলেও ভয় লাগবে। এক কালে টলিপাড়ার দুঁদে ভিলেন ছিলেন। কথা হচ্ছে অভিনেতা সুসীম পালের।

প্রসেনজিতের হাতে বেদম মার, নায়কের জন্য কী ভাবে ভাগ্যের চাকা ঘোরে ভিলেন সুসীমের?

Follow Us

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু ‘অ্যাকশন’ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। ঘাড় অবধি লম্বা লম্বা চুল। মুখে চাপ দাড়ি। বড় বড় চোখ। তাঁকে দেখলেই প্রথমে একটু হলেও ভয় লাগবে। এক কালে টলিপাড়ার দুঁদে ভিলেন ছিলেন। কথা হচ্ছে অভিনেতা সুসীম পালের। বহু বাংলা ছবিতে তাঁকে দেখেছেন দর্শক। জীবনে তাঁর অনুপ্রেরণা প্রসেনজিত্‍।

১৯৯২ সাল থেকে তাঁর অভিনয় যাত্রার শুরু। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। এক সময় শুটিংয়ের সেট থেকে তাড়িয়েও দেওয়া হয়েছিল। সে সময় প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় না থাকলে প্রথম কাজের সুযোগটাই পেতেন না অভিনেতা। সেই থেকে তাঁর অভিনয় যাত্রার শুরু। ৩০ বছর আগের সেই দিনটা এখনও ভোলেননি সুসীম। একবার শুটিং করতে গিয়ে মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছিলেন প্রসেজনজিত্‍। তবে সবটাই ভুলবশত। তবে মাঝের এই কয়েকটা বছরে বাংলা ছবির ভাষা বদলেছে। ফাইট মাস্টারের প্রয়োজনীয়তাও অনেক ক্ষেত্রে কমেছে। নব্বই দশকের আলোচিত অনেক ভিলেনকে এখন আর সে ভাবে পর্দায় দেখা যায় না। এখন কী করছেন সেই আলোচিত খলনায়ক সুসীম?

সম্প্রতি ‘আম অর্পিতা-কে দেওয়া সাক্ষাত্‍কারে অভিনেতা জানিয়েছেন, তিনি এখন পর্দায় কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন। সুসীম গান বাজনা করতে ভালবাসেন। তাই নিজের গান,বিভিন্ন শো-নিয়েই ব্যস্ত। সুসীম বলেছেন, “দাদাই আমার অনুরপ্রেরণা। দাদা সময় বলেন যা করব সেটাই যেন নিজের ১০০ শতাংশ দিয়ে করি।” অভিনেতা জানান, গাঁ-গঞ্জে শো করতে গিয়ে দর্শকের খুবই ভালবাসা পান তিনি। অনেকে আবার তাঁকে বলেন যেহেতু তিনি প্রসেনজিত্‍ ঘনিষ্ঠ। নায়কের ছোঁয়া পেয়েছেন। তাই সুসীমকেই তাঁদের হিরো মনে করেন গ্রামের মানুষজন। তবে ভাল চরিত্র পেলে অবশ্যই বড় পর্দায়ও কাজ করতে চান অভিনেতা।

Next Article