কাঠমান্ডু: তার ওথা খোলেরায় মজে নেপালের মানুষ। এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। কিন্তু, দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেল নেপালের গায়ক সচিন পেরিয়র। বৃহস্পতিবার কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র ১৫ বছর।
গত ৫ বছর ধরে অসুস্থ ছিল সে। চিকিৎসা চলছিল। ডায়াবেটিস ইনসিপিডাসে আক্রান্ত ছিল। এতে আক্রান্তরা প্রচুর প্রসাব করে। যার ফলে শরীরে তরলের ঘাটতি দেখা যায়। কয়েকদিন আগেও তার বাবা তেজেন্দ্র পেরিয়র ছেলের চিকিৎসা সংক্রান্ত খবর জানিয়েছিলেন।
ওথা খোলেরা গানটি গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছে সে। ইউটিউবে বৃহস্পতিবার পর্যন্ত গানটির ভিউ ছিল ১ কোটি ৯০ লক্ষের বেশি। শুধু এই গানটি নয়। একাধিক গান গেয়েছেন। তাতে অভিনয়ও করেছেন।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত ৫ বছরের বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যার জন্য চিকিৎসা চলছিল এই কিশোর গায়কের। জন্মগত ট্রাইলেটারেল ভেন্ট্রিকুলার সিস্টের সমস্যা ছিল। এর জন্য নিউরোসার্জারিও হয়েছে। এছাড়া ডায়াবেটিস ইনসিপিডাসের চিকিৎসাও চলছিল।
গত ২৮ ডিসেম্বর তীব্র জ্বর, খিঁচুনি-সহ নানা সমস্যার জেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার দ্রুত অবনতি হয়। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয় সে। তারপরই তার মৃত্যু হয়।