ছেলের জন্মদিন, কীভাবে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ?

সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে উইশ করেছেন প্রসেনজিৎ।

ছেলের জন্মদিন, কীভাবে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ?
ছেলের সঙ্গে প্রসেনজিৎ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 6:54 PM

আজ সে বার্থডে বয়। সে অর্থাৎ মিশুক। তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) একমাত্র ছেলে। আজ তার জন্মদিন। করোনা পরিস্থিতির কারণে ছেলের এবারের জন্মদিনটা আলাদা। সামনে থেকে উইশ করা সম্ভব হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে উইশ করেছেন প্রসেনজিৎ।

ছেলের সঙ্গে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ। ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রত্যেক দিন এত সুন্দর মানুষ হয়ে উঠছিস তুই, সেটা দেখেই আনন্দে মন ভরে যায় আমার। হাসতে থাক। আর যেটা তোকে আনন্দে রাখবে সেটা করতে কখনও পিছিয়ে আসবি না। পৃথিবীর সব ভাল জিনিস তোর হোক, সেই কামনা করি। শুভ জন্মদিন…।’

মিশুক পড়াশোনা করে লন্ডনে। ফলে বাড়িতে থাকা খুব একটা হয় না তার। ছুটিতে যখনই বাড়ি আসে, প্রসেনজিৎ এবং অর্পিতা দু’জনেই ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করেন। আর জন্মদিনে ছেলে কলকাতায় থাকলে নিজের মতো করে সেলিব্রেট করার চেষ্টা করেন প্রসেনজিৎ। ছেলের পছন্দ ফুটবল। ছেলেকে ফুটবল খেলতেও উৎসাহ দেন তাঁরা। পড়াশোনা এবং খেলা একই সঙ্গে চলে পাশাপাশি। তবে সব কিছুর পরে মিশুক একজন ভাল মানুষ হয়ে উঠুক, এটাই চান তাঁরা।

আরও পড়ুন, ‘কৃষ্ণকলি’র সেটে নীলের আইবুড়োভাত, দেখুন ছবি