AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অগ্রীম বুকিং-এ ঝড় তুলেছে ‘পুষ্পা ২’, হিন্দি থেকে কত কোটির টিকিট বিক্রি?

Pushpa 2 Advance Booking: গোটা বিশ্ব জুড়ে ইতিমধ্যেই ছবি ছাড়িয়েছে ৯২ কোটি টাকা। হিন্দি ভাষায় এই ছবির ১৫,১০৫টি শো রয়েছে। সেখান থেকে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকা আয় হয়ে গিয়েছে। ফলে বোঝাই যায় যে এই ছবি প্রথম দিনেই আকাশ ছোঁয়া আয় করতে চলেছে। 

অগ্রীম বুকিং-এ ঝড় তুলেছে 'পুষ্পা ২', হিন্দি থেকে কত কোটির টিকিট বিক্রি?
এবার আসরে নামছে শ্রীলীলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি। সঙ্গে থাকছেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। রবিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘কিসিক’ গান।
| Edited By: | Updated on: Dec 03, 2024 | 6:14 PM
Share

৫ ডিসেম্বর, মোট ২২,৬৫০ টি শো পুষ্পা ২ ছবির। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রীম বুকিং। আর মাত্র দুটো দিনের অপেক্ষা। ভক্তরা মুখিয়ে রয়েছেন, প্রথম দিনে প্রথম শো দেখার অপেক্ষায়। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী মাত্র ৩২ শতাংশ আয়ন ভর্তি হয়েছে মোট শোয়ের। তাতেই ৬৩ কোটি আয় ছাড়িয়েছে পুষ্পা ২। ফলে অনুমান করা যাচ্ছে ছবি মুক্তির আগেই ১০০ কোটির ব্যবসা করে ফেলবে পুষ্পা ২ ছবি। আগে থেকেই অনুমাণ করা হয়েছিল এই ছবি মুক্তির দিনেই ৩০০ কোটির মাত্রায় পৌঁছবে। গোটা বিশ্ব জুড়ে ইতিমধ্যেই ছবি ছাড়িয়েছে ৯২ কোটি টাকা। হিন্দি ভাষায় এই ছবির ১৫,১০৫টি শো রয়েছে। সেখান থেকে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকা আয় হয়ে গিয়েছে। ফলে বোঝাই যায় যে এই ছবি প্রথম দিনেই আকাশ ছোঁয়া আয় করতে চলেছে।

প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু অনুরাগীদের। ৩০ নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে পুষ্পা ২ ছবির অগ্রীম টিকিট বুকিং। অবশেষে অপেক্ষার ইতি। বক্স অফিসে ঝড় তুলতে চলেছে পুষ্পা ২।

এই ছবির ট্রেলার লঞ্চে এসে অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”