Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোবাইল, টিভি থেকে ছেলেকে দূরে রাখতে কী করলেন পূজা?

নিজে সুঅভ্যেস গড়ে তুলছেন। বাকি মায়েদেরও সেই পরমর্শই দিয়েছেন পূজা। নিজেদের ব্যস্ততা সামলে তাঁরা যদি এই রুটিনে অভ্যস্ত হতে পারেন, তিনি বিশ্বাস করেন, চাইলে বাকিরাও পারবেন।

মোবাইল, টিভি থেকে ছেলেকে দূরে রাখতে কী করলেন পূজা?
কৃশিবের সঙ্গে পূজা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Apr 08, 2021 | 1:45 PM

সোফায় বসে কয়েক মাসের ছেলেকে কোলে নিয়ে খাওয়াচ্ছেন অভিনেত্রী (Actress) পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। আর সামনে নাচছেন তাঁর স্বামী কুণাল ভার্মা। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। আসলে সন্তান খেতে না চাইলে অনেক মা তাদের টিভি বা মোবাইল দেখিয়ে ভোলাতে চান। তাহলে হয়তো শিশু তাড়াতাড়ি খেয়ে নেয়। ছোট থেকেই ছেলেকে একেবারেই সেই অভ্যেসে অভ্যস্ত করতে চান না পূজা। সে কারণেই কুণালের এই নাচ।

পূজা ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘ফোন, আইপ্যাড বা টিভির থেকে সন্তানকে যতটা সম্ভব দূরে রাখতে চেয়েছি আমরা। সেটা করার জন্য আমাদের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করি। কুণালকে ধন্যবাদ। ও ছেলের জন্য নাচছে। বেশিরভাগ সময়ই বাবার নাচ দেখে খেয়ে নেয় ছেলে। আপনারাও যতটা সম্ভবল সময় সন্তানকে দিন।’

নিজে সুঅভ্যেস গড়ে তুলছেন। বাকি মায়েদেরও সেই পরমর্শই দিয়েছেন পূজা। নিজেদের ব্যস্ততা সামলে তাঁরা যদি এই রুটিনে অভ্যস্ত হতে পারেন, তিনি বিশ্বাস করেন, চাইলে বাকিরাও পারবেন।

ছেলে কৃশিবই এখন পূজার কাছে প্রায়োরিটি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ওয়েব সিরিজ পাপ-এর দ্বিতীয় সিজনের শুটিং করলেন সদ্য। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ছেলে একটু বড় হওয়ার পর ফের পুরোদমে কাজ শুরু করবেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় আপডেটেড থাকেন নায়িকা। ছেলের আপডেটও অনুরাগীরা সোশ্যাল ওয়ালেই পাবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার কথা ভেবে চুল কেটে ফেললেন অভিনেত্রীর বাবা