বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে ছবি করে ট্রোলিংয়ের শিকার রাইমা, মুখ খুললেন নায়িকা
পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন। একাধিক এফআইআর-এর মুখোমুখি হয়েছেন পরিচালক। ট্রেলার লঞ্চও বাতিল করা হয়েছে বাংলায় । বিতর্কের মাঝে, রাইমা সেন, যিনি পরিচালকের সঙ্গে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এ কাজ করেছেন, বিপুল ট্রোলিংয়ের কথা বলেছেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক চলচ্চিত্রে অংশ নেওয়ার জন্য এমন ট্রোলিংয়ের শিকার হয়েছেন।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন। একাধিক এফআইআর-এর মুখোমুখি হয়েছেন পরিচালক। ট্রেলার লঞ্চও বাতিল করা হয়েছে বাংলায় । বিতর্কের মাঝে, রাইমা সেন, যিনি পরিচালকের সঙ্গে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ কাজ করেছেন, বিপুল ট্রোলিংয়ের কথা বলেছেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক চলচ্চিত্রে অংশ নেওয়ার জন্য এমন ট্রোলিংয়ের শিকার হয়েছেন।
রাইমা বললেন, “প্রতিজন মানুষই ট্রোলড হয়। আমিও ট্রোলড হয়েছি। বিশেষ করে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর সময়। সিনেমাটি দেখেননি অনেকে, অথচ আমাকে ট্রোল করেছেন। এখন এটা আমাকে আর অস্বস্তি দেয় না কারণ মানুষ তাঁদের মন চাইলে কিছু বলবেন। এই পর্যায়ে আমি বুঝে গিয়েছি, মানুষ যেভাবেই হোক আপনাকে ট্রোল করবেনই। তাই এটা কোনও ব্যাপার নয়।”
তিনি যোগ করেন, “আমি অনেক ফলোয়ার হারিয়েছি এবং সবাই অনেক কিছু বলতে শুরু করেছিলেন। আমি ভাবছিলাম, বাহ, আমার পুরো কেরিয়ারে এমন কিছু কখনও ঘটেনি। আর এটা প্রথমবার যে এমন কিছু ঘটেছে। আমার বাবা আর দিদা বলতেন, খারাপ প্রচার হোক বা ভালো প্রচার, তাতে কিছু আসে যায় না। সেটা প্রচার তো! তো উপভোগ করো। এটা কিছু না বলার চেয়ে ভালো।”
বিতর্কিত চলচ্চিত্রগুলোর প্রতি এমন তীব্র প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে কিনা, এমন প্রশ্নে রাইমা বিস্তারিত বলেন, “মজার ব্যাপার হলো, কেউই ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ দেখেনি। কিন্তু শুধু একটা চলচ্চিত্রে অংশ নেওয়ার কারণে, সেটা না দেখে, কিছু না জানার পরেও মানুষ আমাকে ট্রোল করছে। এখন আমি এর মাত্রা বুঝতে পারছি। সত্যি বলতে, মানুষ জানে না তারা কী ট্রোল করছে, কারণ তারা সিনেমাটি দেখেনি। এরা শুধু মুখহীন ট্রোল। তবে আমি খুশি যে আমি সিনেমাটি করেছি। আমি মনে করি এটি একটা বড় প্রভাব ফেলেছে, কারণ আমি কখনও ট্রোলড হইনি আগে।”
