সোমবার শুভশ্রীকে নিয়ে পুরীতে জগন্নাথ দেবের পুজো দিতে গিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজ এখন অবশ্য শুধু পরিচালক নন, তিনি এখন বিধানসভা ভোটে ব্যারাকপুরে-দাঁড়ানো তৃণমূল প্রার্থী। সক্রিয় রাজনীতি কর্মী। রাজ্যে এখন ভোটের গরম হাওয়া। কোমরবেঁধে সব দল প্রচারে নেমে পড়েছে। রাজও শুরু করে দিয়েছেন প্রচার। মাঝে একটু সময় বের করে জগন্নাথের আর্শীবাদ নিতেই রাজের এই সস্ত্রীক পুরী-ভ্রমণ।
জগন্নাথ-দর্শন রাজের ভোট-জীবনে কতগুলো ভোট উপহার দেবে তা অবশ্য সময় বলবে, কিন্তু বাবার দর্শনে রাজ-পুত্রের মিলেছে উপহার। যে সংস্থার বিমানে তাঁরা জগন্নাথ-দর্শনে গিয়েছিলেন, সেই বিমান সংস্থা উপহার হিসাবে ইউভানকে দিয়েছে উড়ানের ছাড়পত্র। পাসপোর্টের প্রথম পাতায় দু-কলম লিখে গিয়েছে মিষ্টি শুভেচ্ছা বার্তাও। উচ্ছসিত রাজ টুইটারে তা ফলাও করে পোস্টও করেছেন। বিমান সংস্থাটি শুভেচ্ছা বার্তায় লিখেছে, “তুমি হয়ত আজকের উড়ানে নেই, তবু আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। রামধনুর সব রঙ তোমার জীবনে ঝড়ে পড়ুক। পৃথিবীর সবচেয়ে ভাল বাবা-মাকে তুমি পেয়েছ।আমাদের বিশ্বাস ওঁরা তোমায় মানুষের মত মানুষ করবে।আশা করছি খুব শীঘ্রই আমাদের উড়ানের সফরসঙ্গী হবে তুমি।” তবে রাজ-পুত্র কবে আকাশপথে ভ্রমণ করবেন তা অবশ্য জানাননি বাবা।
Lets fly soon with you @IndiGo6E love from yuvaan❤️ pic.twitter.com/umMevtPSMX
— Raj chakrabarty (@iamrajchoco) March 15, 2021
আপাতত রাজ চক্রবর্তী এই মুহূর্তে ভোট-প্রচারে খুবই ব্যস্ত থাকবেন। হঠাৎ কী এমন হল, যাতে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ? সদ্য নির্বাচনী প্রচারে ব্যারাকপুরে গিয়ে রাজ বলেন, “এমন একটা সময় এল, যখন কাছের মানুষরা দিদিকে ছেড়ে গেল। তখন মনে হল, দিদি যাদের আগলে রেখেছে, বিপদে আপদে পাশে থেকেছে, এই সময় যদি পাশে না থাকি, সেটা ঠিক নয়।” হালিশহরে বড় হওয়া রাজ দাবি করেছেন, ব্যারাকপুর তাঁর চেনা জায়গা।
আরও পড়ুন :কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন পরিচালক সুদেষ্ণা রায়