কেমন আছেন রজনীকান্ত? হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হল কবে ছুটি
Rajinikanth: তবে শোনা গিয়েছিল, আগে থেকে ১ অক্টোবর বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা শিডিউল করা ছিল। সেগুলো আজ হবে বলেই খবর। ১০ বছর আগে রজনীকান্তের কিডনি প্রতিস্থাপন করা হয়।
সুপারস্টার রজনীকান্তকে সোমবার রাতে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। মধ্যরাতেই ছড়িয়ে পড়েছিল সেই খবর। দক্ষিণী থালাইভাকে নিয়ে পলকে উদ্বেগ বাড়ে ভক্তমহলে। কী হয়েছে, কেমন আছেন, এমন প্রশ্ন যখন ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তথনই মেলে খানিক স্বস্তির খবর। বর্তমানে খানিক স্থিতিশীল অভিনেতা। প্রাথমিকসূত্রে জানা যায় পেটে ব্যথার কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুটি ছবির কাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন তিনি। শরীর মাঝে মধ্যেই ভাল যাচ্ছে তাঁর। সেই কারণ বশত রাজনীতি থেকেও নিয়েছেন অবসর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা কারণে তিনি অসুস্থ ছিলেন। কিডনি প্রতিস্থাপনও করা হয়েছিল। তবে কেমন আছেন তিনি, সেই প্রসঙ্গে হাসপাতাল থেকে প্রাথমিকভাবে কিছু না জানালেনও অবশেষে সামনে আসে ডেমিক্যাল বুলেটিন।
কী লেখা তাতে?
রজনীকান্তের হার্টের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে। ওই বিবৃতিতেই হাসপাতালের তরফে অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, আগামী দু’দিনের মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।
ফলে বোঝাই যাচ্ছে, বিপদ মুক্তি থালাইভা। তবে শোনা গিয়েছিল, আগে থেকে ১ অক্টোবর বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা শিডিউল করা ছিল। সেগুলো আজ হবে বলেই খবর। ১০ বছর আগে রজনীকান্তের কিডনি প্রতিস্থাপন করা হয়। যার ফলে মাঝে মধ্যেই তাঁকে ডাক্তারের নজরে থাকতে হয়। বেশ কিছু নিয়ম মাফিক পরীক্ষাও করাতে হয়। তবে এবার তার পাশাপাশি আরও বেশ কিছু সমস্যা থাকার জন্যই তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।