‘বাধাই হো’। রাজকুমার রাও (Rajkummar Rao) এবং ভূমি পেডেনকরকে (Bhumi Pednekar) আপনি আজ এটা বলতেই পারেন। আফটার অল নতুন কাজ শুরু করছেন তাঁরা। শুভেচ্ছা তো জানাতেই পারেন। আর ছবির নাম যখন ‘বাধাই দো’। তখন শুভেচ্ছা বার্তা প্রয়োজন বৈকি!
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাধাই হো’-র সিক্যুয়েল ‘বাধাই দো’। সদ্য শুরু হয়েছে এই ছবির শুটিং। পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি। এই ছবির গল্প লিখেছেন সুমন অধিকারী এবং অক্ষত গিলদিয়াল। ‘বাধাই হো’-তে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা এবং সান্যা মালহোত্রা। আর এই নতুন ছবিতে দর্শক দেখতে পাবেন রাজকুমার এবং ভূমির অভিনয়।
সোশ্যাল মিডিয়ায় শুটিং শুরুর ছবি শেয়ার করে রাজকুমার লিখেছেন, ‘আমাদের গল্প শুরু হয়ে গিয়েছে। যেখানে রয়েছে রাজা এবং রানি। … আপনাদের সঙ্গে দ্রুত দেখা হচ্ছে। তখনই সব পরিষ্কার হয়ে যাবে।’
আরও পড়ুন, প্রেগন্যান্সির শেষ পর্যায় চলছে, ট্রেডমিলে সময় দিলেন অনুষ্কা
ছবিতে একেবারে নো-মেকআপ লুকে দেখা যাচ্ছে ভূমিকে। তবে এটাই তাঁর ছবির লুক কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। রাজকুমার দিল্লি পুলিশের এক অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে ভূমি এক শরীরচর্চার শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, জুটি হিসেবে রাজকুমার এবং ভূমির কথা ভেবেই চিত্রনাট্য লেখা হয়েছে। তাঁরা অনস্ক্রিন নতুন কেমিস্ট্রি তৈরি করবেন বলে তাঁর বিশ্বাস।
আরও পড়ুন, ‘ভুতু’, ‘পটল’-এর পর ফের ‘মা’ হলেন অনিন্দিতা