আজ এ আর রহমানের জন্মদিন। সুর সম্রাটকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, আশা করি আগামী দিনেও আপনার কাজের মাধ্যমে জগতকে আলোকিত করবেন।
সেই সঙ্গে দর্শকদের জন্যও সৃজিত দিলেন দারুণ সুখবর। আপাতত ‘ফেলুদা ফেরত’ ঝড় চলছে দর্শকমহলে। সৃজিতের পরিচালনায় ফেলুদা রূপে টোটা রায়চৌধুরীকে দেখে বেজায় পছন্দ হয়েছে সাধারণ বাঙালির। অনেকে তো এটাও বলছেন সত্যজিৎ রায়ের পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’-ই পর্দায় বাজিমাত করার পাশাপাশি দর্শকদের মনজয় করেছেন।
এত সাফল্যের মাঝেই ঝুলি থেকে নতুন বিড়াল বের করেছেন পরিচালক। সৃজিতের অন্যতম সেরা ছবি ‘জাতিস্বর’-এর হিন্দি অ্যাডাপশন তৈরি হচ্ছে এবার। অ্যান্টনি ফিরিঙ্গির বদলে সেখানে থাকবে মির্জা গালিবের ছোঁয়া। পরিচালক নাম দিয়েছেন ‘হ্যায় ইয়ে উয়ো আতিশ গালিব’। এই হিন্দি অ্যাডাপশনের জন্যই রহমানের সঙ্গে যোগাযোগ করেছিলেন সৃজিত। আজ ফেসবুকের ওই পোস্টে এ আর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৃজিত লিখেছেন, রহমান তাঁর ছবির হিন্দি অ্যাডাপশনের জন্য অ্যালবামের ৯টি গানই কম্পোজ করতে রাজি হয়েছেন। শুধু তাই নয়, যেদিন পরিচালক রহমানকে ফোন করেছিলেন সেদিন জুম কলে গুলজার সাহাবকেও ডেকে নিয়েছিলেন সুরের জাদুকর। গোটা ব্যাপারটা সৃজিত মুখোপাধ্যায় এতটাই মুগ্ধ হয়েছেন যে আজ ‘মায়েস্ত্রো’-কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়ার সময়েই এই খবর শেয়ার করেছেন সকলের সঙ্গে। তিনি লিখেছেন, “কয়েক মাস আগে স্বপ্ন সত্যি হয়েছিল জুম কলে।”
সুমন চট্টোপাধ্যায় ওরফে কবীর সুমনের কম্পোজিশনে ‘জাতিস্বর’ ছবির প্রতিটি গান আজও সমান জনপ্রিয়। এবার মির্জা গালিবের ছোঁয়ায় গুলজার এবং রহমানের জুটিতে ছবির হিন্দি অ্যাডাপশনের গানও যে দারুণ জমাটি হতে চলেছে সেটা বলাই যায়। বাংলা না হিন্দি কোন অ্যাডাপশনের গান আগামী দিনে জনপ্রিয় হবে তা নিয়ে রীতিমতো বাজি ধরতে শুরু করেছেন পরিচালকের অনুরাগীরা।