আদিল খানকে মনে আছে? মাস কয়েক আগেই রাখী সাওয়ান্তের কারণে ‘খবর’-এ এসেছিলেন তিনি। আদিল খানকে লুকিয়ে রাখীর বিয়ে, বিচ্ছেদ, তাঁর নামে এফআইআর দায়ের, বিস্ফোরক কিছু অভিযোগের কারণে আদিলকে নিয়ে হয়েছিল বেশ হইচই। আদিল আবার বিয়ে করেছেন, বেশ কিছু সূত্র জানাচ্ছে এমনটাই। ফের বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষকেই বেছে নিয়েছেন নিজের জীবনসঙ্গী হিসেবে। জানা যাচ্ছে, আদিলের বর্তমান স্ত্রী ‘বিগবস’ খ্যাত সোমি খান। সূত্র এও জানাচ্ছে, মার্চের ২ তারিখ সম্পন্ন হয়েছে বিয়ে। খানেরা জয়পুরের বাসিন্দা। সেখানেই অনুষ্ঠিত হয়েছে বিয়ে। তবে বিয়ের খবর নাকি এখনই সাধারণকে জানাতে চাইছেন না কেউই। সোমি খান, অভিনেত্রী সাবা খানের বোনও বটে। তবে কী করে, আদিল ও সোমির পরিচয় হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
রাখীর সঙ্গে আইনি ঝামেলা এখনও মেটেনি আদিলের। এর আগে আদিলের জামিন খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাখী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। রাখী থেমে থাকেননি। তাঁর অভিযোগ ছিল, তাঁর ও আদিলের ব্যক্তিগত ভিডিয়ো চড়া দামে বিক্রি করেছেন আদিল। যদিও আদিল এই সব অভিযোগ অস্বীকার করেন।
সে যাই হোক, আপাতত বিতর্ক থেকে দূরে গিয়ে নিজের মতো সময় কাটাতে চাইছেন আদিল। জীবনকে নতুন ভাবে সাজাতে চাইছেন তিনি। অন্যদিকে কিছু দিন আগে রটেছিল রাখীর জীবনেও এসেছে নতুন পুরুষ। কিছু দিন আগেই তাঁর আইনজীবীর সঙ্গে সিনেমা দেখতেও গিয়েছিলেন রাখী। গিয়েছিলেন ডিনার ডেটেও। সেই ছবি ধরা পড়েছিল সামাজিক মাধ্যমে। যদিও প্রেমের কথা রাখী বা কেউই স্বীকার করেননি।