আলিয়া ভাট ও রণবীর কাপুর। একে অন্যকে মন দিয়েছিলেন অনেক আগেই। যে গোপনে থাকা অনুভূতি সামনে এসেছিল ব্রহ্মাস্ত্র ছবির হাত ধরেই। একের পর এক ছবির প্রস্তাব এখন জুটির ঝুলিতে। রণবীর কাপুর ওলিয়ার সেই মিষ্টি সম্পর্কের খবর প্রকাশ্যে আসতে খুব বেশিদিন সময় লাগেনি। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাতারাতি। সেখানে ছিল না কোনও রাজকীয় ব্যপার, সবটাই যেন খুব সাধারণভাবেই আয়োজন করা হয়েছিল। তার কয়েকমাস পরই সামনে আসে আলিয়া ভাট ও রণবীর কাপুরের মধ্যে আসতে চলেছে নতুন অতিথি।
২০২২ সালে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান রাহা কাপুর। তবে তাঁদের বৈবাহিক জীবনের মাত্র ২ বছর হতে না হতেই বিচ্ছেদের জল্পনা মাঝে মধ্যেই নেটপাড়ায় জায়গা করে নেয়। রণবীরের ব্যবহারে একাধিকবার প্রশ্ন করতে দেখা যায় নেটদুনিয়াকে। কেউ প্রশ্ন করেন অ্যানিম্যাল-এর প্রিমিয়ারে রণবীরের ব্যবহারে, কেউ আবার প্রশ্ন করেন, রণবীর কাপুরের ফিল্ম ফেয়ার মঞ্চে ব্যবহার দেখে।
ঠিক কী করলেন অভিনেতা, যা নিয়ে রীতিমত চর্চা উঠল তুঙ্গে? রণবীর কাপুর ২০২৪ ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেতা সম্মানে সম্মানিত হন অ্যানিম্যাল ছবির জন্যে। আর সেই মঞ্চে উঠেই সকলকে ধন্যবাদ জানালেও তিনি নেননি স্ত্রী আলিয়া ভাটের নাম। আর তাতেই মেজাজ হারালেন অনেকেই। কেউ লিখলেন, ‘আলিয়াকে ত্যাগ করুন।’ কেউ আবার লিখলেন, ‘মায়ের জন্যই আলিয়ার নাম নিতে পারেননি তিনি।’ কেউ কেউ আবার রণবীরের পক্ষে দাঁড়াতে গিয়ে লিখলেন, ‘আলিয়া ভাটও অনেক ক্ষেত্রে রণবীরকে ধন্যবাদ জানান না। শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনও প্রয়োজনই নেই।’
রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে। কিছু নিন্দুকের মত, তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও আগের মতো নেই। বাড়ছে দূরত্ব। যদিও এই জুটি একে অন্যের পাশে বেজায় নজর কাড়েন। তাঁদের পারিবারিক সম্পর্কের সমীকরণ কতটা মজবুত, সেই ছবিও সামনে আসতে দেখা গিয়েছে।