মহাষষ্ঠীর রাতে একটা খবরে মন ভারাক্রান্ত গোটা দেশের। রাতে আচমকাই আসে খবরটা। প্রয়াত হয়েছেন রতন টাটা। দেশের মানুষের কাছে তিনি শিল্পপতি হিসাবে যত না পরিচিত ছিলেন তার থেকেই বেশি আশা-ভরসার জায়গা ছিলেন তিনি। তাই তো টাটা গোষ্ঠীর কর্ণধার নয় হয়ে উঠেছিলেন আমজনতার ঘরের মানুষ।
মানুষের প্রতি দিনে জীবনযাপনের সঙ্গে টাটা কোম্পানির ওতোপ্রোতো যোগ। তা খাবার ক্ষেত্রে নুন হোক ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বিমান কোম্পানি হোক কিংবা জামা-কাপড়ের বিশেষ ব্র্যান্ড। সব ক্ষেত্রেই নিজের ব্যবসাকে বড় করেছিলেন ওই একটি মানুষ। কিন্তু একটি ক্ষেত্রে সাফল্য আসেনি তাঁর। যে কোনও ভারতীয়র জীবনে সিনেমা এক অন্য অবদান রাখে। ভারতীয় চলচ্চিত্র জগতেও নিজের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন রতন টাটা। এই একটি ক্ষেত্রে সাফল্যের স্বাদ পাননি তিনি।
বিক্রম ভাটের সঙ্গে সহ-প্রযোজনা করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘এয়েতবার’। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু। ১৯৯৬ সালের একটি ইংরেজি থ্রিলার ছবির আদলে তৈরি হয়েছিল এই সিনেমা। যে গল্পে সম্পর্ক, প্রেমের মিশেল দেখেছিলেন দর্শক। কিন্তু বক্স অফিসে খুব একটা লাভের মুখ দেখেননি তাঁরা। ৯.৫ কোটি টাকার বাজেটের এই ছবি থেকে উপার্জন হয়েছিল ৫ কোটি টাকা। যদিও ফিল্ম ক্রিটিকদের কাছে প্রশংসা পেয়েছিল এই ছবি। কিন্তু দর্শকের মন জয় করতে পারেনি। তার পর আর বলিউডে বা ছবির জগতে নিজের ব্যবসার কথা ভাবেননি রতন টাটা। প্রযোজক হিসাবে এই একটি ছবিই প্রযোজনা করেছিলেন তিনি।