মুম্বই মেট্রো স্টেশনে রবিনা পা রাখতেই ভয়াবহ পরিস্থিতি, হঠাৎ কী হল…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 01, 2024 | 1:11 PM

Raveena Tandon Mobbed: সকলের মাঝে পথে নেমে চলাফেরা করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ একটাই, সেলেবদের কাছে পেয়ে তাঁদের সঙ্গে দেখা করা, কথা বলা, একটা সেলফি তোলার লোভ অনেকেই সামলে উঠতে পারেন না। আর এটায় কোনও ভুল নেই।

মুম্বই মেট্রো স্টেশনে রবিনা পা রাখতেই ভয়াবহ পরিস্থিতি, হঠাৎ কী হল...

Follow Us

সেলেব মানেই তাঁদের নিয়ে ভক্তমনে কৌতুহল থাকবে তুঙ্গে, সেটাই স্বাভাবিক। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তাঁদের প্রতিটা পদক্ষেপ। তাঁরা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কী পরেছেন, সবেতেই ভক্তদের নজর থাকে আটকে। ফলে সাধারণের মতো পথচলা সেলেবদের কাছে কখনও-কখনও দুর্বিসহ হয়ে ওঠে। সকলের মাঝে পথে নেমে চলাফেরা করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ একটাই, সেলেবদের কাছে পেয়ে তাঁদের সঙ্গে দেখা করা, কথা বলা, একটা সেলফি তোলার লোভ, অনেকেই সামলে উঠতে পারেন না। আর এটায় কোনও ভুল নেই। পর্দায় যে সকল সেলেবদের দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা বারবার, তাঁরা সামনে আসলে এমন হওয়াটাই স্বাভাবিক। তবে কোথাও গিয়ে যেন মাঝে মধ্যেই ঘটে ছন্দপতন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, বিপত্তিতে পড়তে হয় তাঁদের। ভিড়ে এক কথায় চিড়ে চ্যাপ্টা অবস্থা দাঁড়ায়।

রবিনা টণ্ডনের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ক্লিপিং। যেখানে দেখা গেল মুম্বই মেট্রো স্টোশনে পা রাখতেই নিত্য যাত্রীদের ভিড় উপচে পড়ল তাঁর চারপাশে। তবুও শান্ত থেকে তিনি সকলের উদ্দেশে অনুরোধ করলেন ঠেলাঠেলি না করতে। শান্ত থাকতে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে। যদিও ভক্তরা কোনও অনুরোধই রাখতে পারলেন না। পাশাপাশি পাপারাৎজিদের ভিড়। সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায় গেল যে খানিকটা থেকেই সেখান থেকে সরে দাঁড়ালেন। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে গেলেন রবিনা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই সরব হলেন নেটিজ়েনদের একাংশ। কেউ লিখলেন, ‘সেলেবদের দেখে এমন করার কোনও কারণ নেই, তাঁদের স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া উচিত’, কেউ আবার কটাক্ষ করে প্রশ্ন তুললেন, ‘সেলেবদের পিছনে না ছুটে নিজেরা কিছু করুন’। কেউ-কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে মন্তব্য করলেন, ‘মুখ লুকিয়ে না আসার ফল’। যদিও কোনও অপৃতিকর ঘটনা ঘটেনি।