ছবিতে Varun Dhawan ও Sara ali khan-এর কেমিস্ট্রি কিন্তু বেশ আলোচ্যের বিষয় হয়ে উঠছে।
Follow Us
Tv9 বাংলা ডিজিটাল: ‘কুলি নং -১’। নয়ের দশকের David Dhawan-এর দমফাটা হাসির ছবি। অভিনয়ে Govinda এবং Karishma Kapoor। শুধু ছবি নয় ফিল্মের মিউজিক সে সময়ে ভীষণ জনপ্রিয় হয়। ৩৫ লাখ গানের ক্যাসেট বিক্রি হয়েছিল!
রিলিজের ৩৪ বছর পর ঘোষণা করা হয় যে রিমেক হবে সেই ছবি। অভিনয়ে পরিচালক পুত্র Varun Dhawan ও Saif ali khan– এর কন্যা Sara ali khan। ছবির পোস্টার রিলিজও হয় সেই একই বছরে। কিন্তু সিনেমা আর রিলিজ করা যায়নি। তবে সম্প্রতি রিলিজ হল ছবির ট্রেলারে। অভিনয়ে রয়েছেন বরুণ ধাওয়ান, সারা আলি খান, পরেশ রাওয়াল, জনি লিভার প্রমুখ। ইতিমধ্যেই সাড়া ফেলেছে কুলি নং -১ এর ট্রেলার। চলতি মাসের বড় দিনে অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং -১’।
পরিচালক ডেভিড ধাওয়ান কমেডি ছবির বাদশাহ বললেও খুব ভুল বলা হবে। একের পর এক হাসির দমক এনেছেন তাঁর ছবিতে। ‘জুড়ওয়া’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘হসিনা মান জায়েগি’, ‘মুঝসে শাদি করোগি’র মতো কমেডি ফিল্ম তার যথাযথ প্রমাণ। তাই আশা করা যায়, ‘কুলি নং ১’ আশহত করবে না।
নয়ের দশকের অন্যতম জনপ্রিয় গান‘হুসন হ্যায় সুহানা’-তে কোমর দুলিয়েছিলেন গোবিন্দা-করিশ্মা। সে গান এখনও ততটাই জনপ্রিয়। ট্রেলারে সে গানের আভাস রয়েছে। তবে সে গানে নেচেছে বরুণ এবং সারা। দু’জনেই কিন্তু বেশ ভাল নেচেছেন।
কমেডি ছবির মেজাজ ধরে রাখে কিন্তু সংলাপ। পুরনো ‘কুলি নং -১’-এর মতো রিমেকেও রয়েছে উইটি সংলাপ।
পুরনো ছবিতে ছিল গোবিন্দা-করিশ্মার স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে কম কথা হয়নি। এবং এ ছবিতে বরুণ-সারার কেমিস্ট্রি কিন্তু বেশ আলোচ্যের বিষয় হয়ে উঠছে।
লাস্ট বাট নট দ্য লিস্ট! কমেডির দুই ম্যাস্ট্রো রয়েছেন ছবিতে। পরেশ রাওয়াল এবং জনি লিভার। ট্রেলার দেখেই সিনেমায় তাঁদের অভিনয়ের ধারণা করে নিতেই পারবেন। কী কমিক টাইমিং!
Tv9 বাংলা ডিজিটাল: ‘কুলি নং -১’। নয়ের দশকের David Dhawan-এর দমফাটা হাসির ছবি। অভিনয়ে Govinda এবং Karishma Kapoor। শুধু ছবি নয় ফিল্মের মিউজিক সে সময়ে ভীষণ জনপ্রিয় হয়। ৩৫ লাখ গানের ক্যাসেট বিক্রি হয়েছিল!
রিলিজের ৩৪ বছর পর ঘোষণা করা হয় যে রিমেক হবে সেই ছবি। অভিনয়ে পরিচালক পুত্র Varun Dhawan ও Saif ali khan– এর কন্যা Sara ali khan। ছবির পোস্টার রিলিজও হয় সেই একই বছরে। কিন্তু সিনেমা আর রিলিজ করা যায়নি। তবে সম্প্রতি রিলিজ হল ছবির ট্রেলারে। অভিনয়ে রয়েছেন বরুণ ধাওয়ান, সারা আলি খান, পরেশ রাওয়াল, জনি লিভার প্রমুখ। ইতিমধ্যেই সাড়া ফেলেছে কুলি নং -১ এর ট্রেলার। চলতি মাসের বড় দিনে অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং -১’।
পরিচালক ডেভিড ধাওয়ান কমেডি ছবির বাদশাহ বললেও খুব ভুল বলা হবে। একের পর এক হাসির দমক এনেছেন তাঁর ছবিতে। ‘জুড়ওয়া’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘হসিনা মান জায়েগি’, ‘মুঝসে শাদি করোগি’র মতো কমেডি ফিল্ম তার যথাযথ প্রমাণ। তাই আশা করা যায়, ‘কুলি নং ১’ আশহত করবে না।
নয়ের দশকের অন্যতম জনপ্রিয় গান‘হুসন হ্যায় সুহানা’-তে কোমর দুলিয়েছিলেন গোবিন্দা-করিশ্মা। সে গান এখনও ততটাই জনপ্রিয়। ট্রেলারে সে গানের আভাস রয়েছে। তবে সে গানে নেচেছে বরুণ এবং সারা। দু’জনেই কিন্তু বেশ ভাল নেচেছেন।
কমেডি ছবির মেজাজ ধরে রাখে কিন্তু সংলাপ। পুরনো ‘কুলি নং -১’-এর মতো রিমেকেও রয়েছে উইটি সংলাপ।
পুরনো ছবিতে ছিল গোবিন্দা-করিশ্মার স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে কম কথা হয়নি। এবং এ ছবিতে বরুণ-সারার কেমিস্ট্রি কিন্তু বেশ আলোচ্যের বিষয় হয়ে উঠছে।
লাস্ট বাট নট দ্য লিস্ট! কমেডির দুই ম্যাস্ট্রো রয়েছেন ছবিতে। পরেশ রাওয়াল এবং জনি লিভার। ট্রেলার দেখেই সিনেমায় তাঁদের অভিনয়ের ধারণা করে নিতেই পারবেন। কী কমিক টাইমিং!