বি-টাউন বড়ই অদ্ভুত, এখানে কখন যে কী হয় তা বলা মুশকিল। এমন এক কাণ্ড একবার ঘটিয়ে ফেলেছিলেন বলিপাড়ার এভারগ্রীন বিউটি রেখা। জয়াকে সামনে পেয়ে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন তিনি, যা শুনলে অবাক হয়ে যাবেন তিনি। হয়তো প্রশ্ন করে বসতে পারেন, ‘এরকমটাও হয়?’ কী এমন করেছিলেন রেখা?
ঘটনাটি ঘটে ২০১৫ সালে। ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘পিকু’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অমিতাভ বচ্চন। যেই না অমিতাভ পুরস্কার নিতে উঠেছেন তাঁর থেকে কয়েক গজ দূরত্বে বসে থাকা রেখা আচমকাই দৌড়ে চলে যান জয়ার কাছে। চোখে মুখে ষোড়শীর উচ্ছ্বাস। আনন্দে উত্তেজনায় জড়িয়ে ধরেন জয়াকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান জয়া বচ্চন। যদিও সাময়িক অস্বস্তি কাটিয়ে জয়াও জড়িয়ে ধরেন রেখাকে। আশেপাশের মানুষেরা তখন কার্যত অবাক। জয়া-রেখার ‘আদর’ হজম করতে সময় লেগেছিল তাঁদেরও। তবে সবচেয়ে অস্বস্তিতে পড়েন খোদ অমিতাভ, প্রত্যক্ষদর্শীদের দাবি তেমনটাই।
রেখা-জয়া-অমিতাভের ‘ত্রিকোণ’-এর কথা বলিউডের নতুন কোনও ঘটনা নয়। ২০০৪ সালে সিমি গারেওয়ালের এক চ্যাট শো-য়ে এসে অমিতাভ সম্পর্কে নিজের সমস্ত অনুভূতির কথা উজার করেছিলেন রেখা নিজেই। নিজেই জানিয়েছিলেন অমিতাভের প্রতি তাঁর ভালবাসার কথা। এও জানান, পৃথিবীতে এমন কেউ নেই যিনি ওই মানুষটাকে ভাল না বেসে থাকতে পারবেন।