AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পর্দার ‘সাঁইবাবা’ সুধীরের পাশে ঋদ্ধিমা, অসুস্থতায় সাহায্যের হাত বাড়িয়ে বিপত্তি?

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বলিউড অভিনেতা রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর বাড়িয়ে দেন সাহায্যের হাত। কমেন্টে লেখেন, “আমি সাহায্য করেছি, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” কিন্তু এই মানবিক উদ্যোগকেও ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ।

পর্দার 'সাঁইবাবা’ সুধীরের পাশে ঋদ্ধিমা, অসুস্থতায় সাহায্যের হাত বাড়িয়ে বিপত্তি?
| Edited By: | Updated on: Oct 30, 2025 | 3:47 PM
Share

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুধীর দলবী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৯৭৭ সালের কালজয়ী চলচ্চিত্র ‘শিরডি কে সাঁইবাবা’-তে সাঁইবাবার চরিত্রে অভিনয় করে যিনি ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন, সেই অভিনেতাই আজ শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি সেপসিসে আক্রান্ত, যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অক্টোবরের শুরু থেকেই অসুস্থ ছিলেন সুধীর, এবং ৮ অক্টোবর অসহ্য যন্ত্রণার কারণে তাঁকে তড়িঘড়ি জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার স্ত্রী সুহাস দলবী জানিয়েছেন, সেপসিস সংক্রমণ সুধীরের শরীরের অস্থিসন্ধি ও রক্তে ছড়িয়ে পড়ায় তাঁর সুস্থ হয়ে ওঠার মাত্রা বেশ কম। ইতিমধ্যেই চিকিৎসার খরচ ছাড়িয়েছে ১০ লক্ষ টাকা, এবং চিকিৎসকেরা অনুমান করছেন, এই খরচ ১৫ লক্ষ টাকায় পৌঁছতে পারে। ফলে পরিবারের পক্ষে খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই তাঁরা শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে চিকিৎসা অব্যাহত রাখা যায়।

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বলিউড অভিনেতা রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর বাড়িয়ে দেন সাহায্যের হাত। কমেন্টে লেখেন, “আমি সাহায্য করেছি, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” কিন্তু এই মানবিক উদ্যোগকেও ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ। কেউ কেউ কটাক্ষ করে লেখেন, “সাহায্য করলে সেটা জানানো জরুরি নাকি? ফুটেজ চাই?”

তবে ঋদ্ধিমা কাপুর ট্রোলের জবাবে শান্তভাবে লিখেছেন, “জীবনের সব কিছুই দেখনদারি নয়। প্রয়োজনে কাউকে নিজের সাধ্য মতো সাহায্য করতে পারাটাই সবচেয়ে বড় আশীর্বাদ।” তাঁর এই উত্তর প্রশংসা কুড়িয়েছে অনেকের। পাশাপাশি যথা সম্ভব সাহায্যও করে চলেছে একাংশ। বলিউড জুড়ে এখন একটাই প্রার্থনা— বর্ষীয়ান অভিনেতা সুধীর দলবীর দ্রুত সুস্থ হয়ে উঠুন।