Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘১৫ বছর পর আবার যখন আমরা…’, প্রসেনজিৎকে নিয়ে কী বললেন ঋতুপর্ণা?

Inside Story: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দর্শকদের মন জয় করেছেন তিনি। বাংলা ছবির জগতে যে কয়েকটি জুটি নিয়ে আজও দর্শক মন নস্ট্যালজিক, তার মধ্যে তাঁরা অন্যতম। 

'১৫ বছর পর আবার যখন আমরা...', প্রসেনজিৎকে নিয়ে কী বললেন ঋতুপর্ণা?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2025 | 5:33 PM

ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিপাড়ার এভারগ্রিন নায়িকা। যাঁকে নিয়ে আজও দর্শক মনে কৌতূহলের পারদ থাকে তুঙ্গে। আজও তাঁর একের পর এক ছবি বক্স অফিসে ঝড় তোলে। কখনও একক অভিনয়, কখনও আবার জুটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দর্শকদের মন জয় করেছেন তিনি। বাংলা ছবির জগতে যে কয়েকটি জুটি নিয়ে আজও দর্শক মন নস্ট্যালজিক, তার মধ্যে তাঁরা অন্যতম।

TV9-এর সঞ্চালিকা সাগরিকা ভট্টাচার্যের মুখোমুখি হয়ে এবার সেই বিষয়ের উল্লেখ করে নায়িকা বললেন, “‘অযোগ্য’ আমার আর প্রসেনজিতের ৫০ তম ছবি। যেটা আমাদের কাছে একটা মাইলফলক। আর এই জুটিকে নিয়ে তো বাঙালি দর্শকদের ভীষণ কৌতূহল রয়েছে। বাংলা বিনোদন জগতে জুটি প্রসঙ্গ উঠলেই আমাদের নামটা এসেই যায়। ১৫ বছর পর আবার যখন আমরা পর্দায় ফিরলাম, তখনও আবার ‘প্রাক্তন’, ‘দৃষ্টিকোণ’ ও ‘অযোগ্য’ দর্শক মনে জায়গা পেল। তিনটেই সুপারহিট।”

প্রসঙ্গত, এই জুটি মোটের ওপর ৫০ ছবি দর্শকদের ইতিমধ্যেই উপহার দিয়েছে। তাঁদের নিয়ে নানা গসিপও ইন্ডাস্ট্রির অন্দরমহলে বর্তমান। যদিও জুটি হাসতে হাসতেই একবার জানিয়েছিল, এই কৌতূহলটা ভাল। তাঁরা প্রেম করতেন কি না, এই প্রশ্ন দিনের পর দিন দর্শক মন তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে। যার সোজা উত্তর দিতে কখনই পছন্দ করেননি তাঁরা কেউ। অতীতের এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছিলেন, কিছু প্রশ্ন থাকা ভাল। তবে তাঁরা যে কেবল পর্দার রোম্যান্সেই মন দিয়েছিলেন, বাস্তবে এমন কিছুই ঘটেনি, সময়ের সঙ্গে সঙ্গে সে প্রমাণ পেয়েগিয়েছেন সকলেই। তবুও টলিপাড়ার এই জুটির রোম্যান্স যেন আজও হিট। আজও দর্শক তাঁদের একসঙ্গেই নতুন নতুন চরিত্র হয়ে পর্দায় পেতে চান।